শক্ত করে হাত ধরলেন, মায়ানগরীর বুকে নতুন সংসার-ভালোবাসার ঘর বাঁধলেন ‘ভিক্যাট’
৯ ডিসেম্বর রাজস্থানের জয়পুরে গাঁটছড়া বেঁধেছেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বসেছিল রাজকীয় বিয়ের আসর। কড়া নিরাপত্তার ঘেরাটোপে বিয়ে সেরেছিলেন বলিউডের এই চর্চিত জুটি। এরপর ১০ ডিসেম্বর সকালেই জয়পুর থেকে সোজা মধুচন্দ্রিমায় মলদ্বীপ উড়ে যান বলিউডের নবদম্পতি।
মধুচন্দ্রিমা সেরে গত সপ্তাহে মায়নগরীতে ফিরেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। বিয়ের পর তারকা জুটির সোশ্যাল মিডিয়ার পিডিএ বলছে, ভালোবাসার রঙ ছড়াচ্ছেন তাঁরা। ভিকির নামের মেহেন্দি হাতে লাল চূড়া পরে সোমবার ভর দুপুরে ক্যাটরিনার ইনস্টাগ্রাম স্টোরিতে ফুটে উঠল একটি ছবি। স্বামী ভিকি কৌশলের হাত শক্ত করে ধরে ছবি পোস্ট করেছেন ক্যাট সুন্দরী। নজর কেড়েছে নায়িকার লেখা ছোট্ট ক্যপশন, ‘বাড়ি’ সঙ্গে জুড়েছেন লাল হৃদয়ের ইমোজি।
একই ছবি ফুটে উঠেছে উরি অভিনেতার ইনস্টাগ্রাম স্টোরিতে। শক্ত করে স্ত্রী ক্যাটরিনার হাত ধরে তিনি। এক টুকরো ভালোবাসা এঁকেছেন ছবির কোণায়। বিয়ের পর একে অপরের ভালোবাসায় বুঁদ বলিউডের নব দম্পতি।
জুহুতে এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন ভিকি-ক্যাটরিনা। সেখানেই রবিবার আয়োজন করা হয়েছিল গৃহপ্রবেশের পুজোর। নতুন বউ ক্যাটরিনা-ভিকি তো সেখানে হাজির ছিলেনই, সঙ্গে উপস্থিত ছিল গোটা পরিবার।
অ্যাপার্টমেন্টের ৮ তলায় 4BHK ফ্ল্যাটে সংসার পেতেছেন নব দম্পতি। প্রায় ৫ হাজার স্কোয়ার ফুটের আরবসাগরমুখী এই ফ্ল্যাট। ইতিমধ্যেই ১.৭৫ কোটি টাকা সিকিউরিটি ডিপোজিট জমা দিয়েছেন। তিন বছরের জন্য থাকার চুক্তি করেছেন। প্রতিমাসে ৮ লক্ষ টাকা ভাড়া গুনতে হবে তাঁদের। মায়ানগরীর বুকে নতুন সংসার পেতে ভালোবাসার সন্ধান পেলেন দম্পতি।
For all the latest entertainment News Click Here