‘শক্তি, সম্ভ্রমের মিশেল’, অ্যায় ওয়াতান মেরে ওয়াতানের শুট শেষের পর পোস্ট সারার
অ্যায় ওয়াতান মেরে ওয়াতান (Ae Watan Mere Watan) ছবিতে দেখা যাবে অভিনেত্রী সারা আলি খানকে (Sara Ali Khan)। এতদিন তিনি এই ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। অবশেষে সেটার কাজ শেষ হল। ছবির শ্যুটিং শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানালেন সেই কথা।
অ্যায় ওয়াতান মেরে ওয়াতান ছবিটি আদতে একটি পিরিয়ড ড্রামা ঘরানার ছবি। এতদিন এই ছবির শ্যুটিং চলার পর সেটা সদ্যই শেষ হল। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে সারা আলি খানকে। ছবির শ্যুটিং শেষ হওয়ার পর ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সেই বার্তা ভাগ করে নিলেন অভিনেত্রী। নিজের সেই পোস্টে তিনি এই ছবির নির্মাতাদের ধন্যবাদ জানিয়েছেন তাঁকে এই ছবিতে কাজ করার সুযোগ দেওয়ার জন্য।
এই ছবিটি একটি সত্য ঘটনার উপর নির্ভর করে বানানো হয়েছে। ছবির গল্পে উঠে আসবে এক কলেজ ছাত্রীর জীবনের গল্প। কলেজে পড়াকালীন সে কীভাবে স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়ে, সাধারণ এক কলেজ পড়ুয়া থেকে কীভাবে স্বাধীনতা সংগ্রামী হয়ে ওঠে সেই গল্পই এখানে দেখা যাবে। গল্পের প্রেক্ষাপট হচ্ছে ১৯৪২ সাল। অর্থাৎ যখন গোটা দেশ ভারত ছাড়ো আন্দোলন নিয়ে উত্তাল সেই সময়। সারার চরিত্রের মধ্যে দিয়ে তুলে ধরা হবে সাহসিকতা, দেশাত্মবোধ এবং ত্যাগের গল্প।
এই ছবির পরিচালনা করেছেন কন্নন আইয়ার। তবে এই ছবি বড়পর্দায় নয়, মুক্তি পাবে ওয়েব মাধ্যমে। অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এই ছবি। এছাড়া আগামীতে অভিনেত্রীকে মার্ডার মুবারক এবং জারা হাটকে জারা বাচকে ছবিতেও দেখা যাবে।
এই ছবির শ্যুটিংয়ের শেষ হওয়ার কথা ঘোষণা করে সারা তাঁর ইনস্টাগ্রামে মহাত্মা গান্ধীর একটি বাণী লেখেন, ‘এমন ভাবে বাঁচো যেন এটাই তোমার শেষদিন। এমন ভাবে শেখো যেন তুমি চিরকাল বেঁচে থাকবে।’ তারপর তিনি লেখেন, ‘ধন্যবাদ কন্নন স্যার আমায় এই চরিত্রটির জন্য বাছার জন্য। এই চরিত্র যেন শক্তি, সম্ভ্রম এবং প্যাশনের আদর্শ মিশেল। এই ছবি চিরকাল আমার সঙ্গে থেকে যাবে। জয় ভোলানাথ।’
For all the latest entertainment News Click Here