শক্তিমান খ্যাত কেকে গোস্বামীর গাড়িতে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন তাঁর ছেলে
শক্তিমান থেকে গুটুর গু, শাকালাকা বুম বুমের মতো জনপ্রিয় শোতে দেখা গিয়েছিল তাঁকে। এখন আর তেমন দেখা না গেলেও ৯০ দশকের শিশুদের মনে আজও তিনি থেকে গিয়েছেন। সেই কেকে গোস্বামী বা কৃষ্ণকান্ত গোস্বামীর গাড়িতে আচমকাই এদিন আগুন ধরে যায়। দিনের আলোয় মুম্বইয়ের রাজপথে এই ঘটনা ঘটে। মুম্বইয়ের এসভি রোড, সিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় তাঁর ২১ বছরের ছেলে গাড়িতে ছিলেন। তিনিই এই গাড়িটি চালাচ্ছিলেন। তিনি তখন তাঁর কলেজ যাচ্ছিলেন। যদিও এই দুর্ঘটনায় তিনি তেমন আঘাত পাননি। এবং সুস্থ ভাবে প্রাণে বেঁচে গাড়ি থেকে বেরিয়ে আসতে পারেন।
কেকে গোস্বামীর ছেলে নবদীপ গোস্বামী যখন গাড়িটি চালাচ্ছিলেন তখন তাতে আচমকাই আগুন ধরে যায় মাঝ পথে। ফায়ার ব্রিগেড সহ মুম্বই পুলিশের দল সেখানে উপস্থিত হয় প্রায় সঙ্গে সঙ্গেই। তাঁরাই এসে গোটা ঘটনাকে নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। অন্যদিকে নবদীপ সুস্থ আছেন বলেই জানা গিয়েছে। তিনি বা স্থানীয় কিংবা পথচলতি কেউই আহত হননি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর মুম্বই পুলিশের তরফে তদন্ত শুরু করা হয়েছে যে কেন এভাবে আচমকা গাড়িতে আগুন ধরে গিয়েছিল। গোটা ঘটনায় কেউ আঘাত না পেলেও অত্যন্ত শক পেয়েছেন অভিনেতা এবং তাঁর গোটা পরিবার।
প্রসঙ্গত কেকে গোস্বামী কেবল বলিউডের টিভি সিরিয়াল কাজ করেছেন যে এমনটা নয়। তিনি একই সঙ্গে বহু হিন্দি, মারাঠি, বাংলা, গুজরাটি, ভোজপুরি ছবিতে কাজ করেছেন। তাঁকে এছাড়া দেখা গিয়েছে শাকালাকা বুম বুম, শক্তিমান, জুনিয়র জি, গুটুর গু, ভাবিজি ঘর পর হ্যায়, সিআইডি, চক্রবর্তী অশোক সম্রাট, ইত্যাদি ধারাবাহিকেও দেখা গিয়েছিল।
For all the latest entertainment News Click Here