ল্যাটা মাছ হাতে জুন আন্টিকে তাড়া রচনার! দিদি নম্বর ১-এর সেটে কেলেঙ্কারি কাণ্ড
যে জুন আন্টি কিনা শ্রীময়ীর জীবন অতিষ্ট করে তুলেছেন তিনি ভয়ে সিঁটিয়ে গেলে একটা সামান্য় ল্য়াটা মাছ দেখে? হ্যাঁ, এমনটা ঘটতে চলেছে ‘দিদি নম্বর ১’-এর আসন্ন এপিসোডে। বাংলা টেলিভিশনের দাপুটে খলনায়িকা হিসাবে শুরুতেই আসবে ‘জুন’ ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty)। খুব বেশি পিছিয়ে নেই জগদ্ধাত্রী সিরিয়ালের শকুন্তলাও মানে অভিনেত্রী কাঞ্চনা মৈত্র (Kanchana Moitra)। পর্দায় যতই ভিলেনের চরিত্রে দেখা মিলুক না কেন বাস্তবে কিন্তু পুরোদস্তুর ইতিবাচক মানুষ দুজনে।
হাসিখুশি, মন খোলা, শান্তিপ্রিয় মানুষ ঊষসী আর কাঞ্চনা। ‘দিদি নম্বর ১’-এর আসন্ন শুক্রবার মানে আগামী পরশুর এপিসোডে বিশেষ অতিথি হিসাবে হাজির থাকবেন এই দুজন। সেখানেই মহা ফ্যাসাদে পড়লেন এই দুই খলনায়িকা। গেম শো-তে ল্যাটা মাছ হাতে ধরবার চ্যালেঞ্জ তাঁদের কাঁধে তুলে দেন রচনা দিদি। ভয়ে ভয়ে দু-পা এগোলেও কাচের ভিতরে রাখা জলে হাত ডোবানোর সাহস কিছুতেই দেখাতে পারলেন না তাঁরা। এমনকী ঊষসী তো মাছেদের নড়চড়া দেখে ভয়ে লাফালাফি কাণ্ড জুড়ে দেন। দুজনের এমন বেহাল অবস্থার মজা লুটতে ভোলেননি রচনা। তিনি তো হেসে খুন। ঊষসী-কাঞ্চনাকে রীতিমতো ট্রোল করে রচনা বলে উঠেন ‘পোড়া কপাল’।
কিন্তু শেষমেশ ধরা পড়ল সেই ল্য়াটা মাছ। কিন্তু না ঊষসী বা কাঞ্চনার দুজনের কেউই এই কাজ করতে পারেননি। বরং অসাধ্য সাধনে এগিয়ে এলেন খোদ রচনা। এই শোয়ের সঞ্চালিকা যে সবদিক থেকেই দিদি নম্বর ১ তা বারেবারে প্রমাণ করেন। এক ঝটকায় জ্যান্ত ল্যাটা মাছ হাতে তুলে নেন রচনা। যা দেখে ভয়ে দৌড় দেন ঊষসী, ছাড়বার পাত্রী নন রচনাও। হাতে মাছ নিয়েই জুন আন্টির পিছনে তিনি। এই দৃশ্য় দেখে হাসি রুখতে পারেননি বাকি প্রতিযোগীরা। বোঝাই যাচ্ছে টিজার এতো ধামাকেদার হলে শুক্রবার এপিসোড কতটা জমজমাট হবে।
For all the latest entertainment News Click Here