লোন শোধ না করার মামলা, শিল্পার মা সুনন্দার বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি
ফের আইনি সমস্যায় শিল্পা শেট্টির পরিবার। বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির মা সুনন্দা শেট্টির বিরুদ্ধে ঋণ পরিশোধ না করার অভিযোগ। পিটিআই সূত্রে খবর, ২১ লক্ষ টাকার ঋণ পরিশোধ না করার অভিযোগে মামলায় জামিনযোগ্য পরোয়ানা জারি হয়েছে মঙ্গলবার মুম্বইয়ের একটি আদালতে। পারহাদ আমরা নামে এক ব্যবসায়ী এই মামলা দায়ের করেছিলেন।
মামলায় ওই ব্যবসায়ীর অভিযোগ, সুরেন্দ্র শেট্টি অর্থাৎ শিল্পার বাবা তাঁর কাছ থেকে ২০১৫ সালে টাকা ধার নিয়েছিলেন। ২০১৭ সালের জানুয়ারির মধ্যে তা পরিশোধ করার কথা ছিল। কিন্তু তা ২০২২ সালে এসেও পরিশোধ হয়নি। চলতি সপ্তাহের শুরুতে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরআর খান মামলার সঙ্গে জড়িত থাকার জন্য শিল্পা শেট্টি, তাঁর মা সুনন্দা এবং বোন শমিতার নামে সমন জারি করেন। দায়রা আদালতে সমন চ্যালেঞ্জ করে পরিবার। মঙ্গলবার, সুনন্দা শেট্টি আদালতে হাজিরা দেননি।
পিটিআই সূত্রে খবর, সোমবার, দায়রা আদালতের বিচারক এ জেড খান, শিল্পা শেট্টি ও শমিতা শেট্টির বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের আদেশ স্থগিত করেন। কিন্তু এ যাত্রায় রক্ষা হয়নি সুনন্দা শেট্টির। এ দিন আদালতের তরফে জানানো হয়েছে, ‘প্রয়াত সুরেন্দ্র শেট্টি (শিল্পার বাবা) এবং সুনন্দাকে তাঁর (ব্যবসায়ী) ফার্মের অংশীদার হিসেবে মনে হয়েছিল। কিন্তু তাঁদের মেয়েরাও অংশীদার ছিল কি না এবং ঋণ নেওয়ার সঙ্গে তাঁদের কোনও যোগ আছে কিনা সেই সম্পর্কে কোনও নথি দেখানো হয়নি’।
এ দিন সুনন্দা শেট্টি আদালতে হাজিরা না দেওয়ায় ম্যাজিস্ট্রেট তাঁকে উপস্থিতি থেকে অব্যাহতি দিতে অস্বীকার করেন। আদালতে সুনন্দা শেট্টির বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়। ব্যবসায়ীর আরও অভিযোগ, শিল্পা, শমিতা এবং তাঁদের মা শুধু ঋণ শোধ করতেই অস্বীকার করেননি, বরং সব কিছুর দায় নিতেও অস্বীকার করেছেন।
প্রসঙ্গত, পারহাদ আমরা নামে ওই ব্যবসায়ী জুহু থানায় এই অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ, ২০১৫ সালে শিল্পার বাবা তাঁর কাছ ২১ লক্ষ টাকা লোন নিয়েছিলেন। কথা ছিল ২০১৭ সালের জানুয়ারির মধ্যে টাকা ফেরত দেওয়ার। কিন্তু সেই টাকা এখনও ফেরত আসেনি। বর্তমানে শিল্পার বাবা প্রয়াত। জানা যায়, শিল্পা-শমিতা এবং তাঁর মা সেই টাকা ফেরত দিতে নাকি অস্বীকার করেছেন। ফলে আইনের দ্বারস্থ হন ওই ব্যবসায়ী।
For all the latest entertainment News Click Here