লোকে পটাকা ফাটায়, প্রতিবেশীরা টিভি ভাঙে- পাক ভক্তের কাণ্ডে মজার টুইট হরভজনের
শুভব্রত মুখার্জি: ক্রিকেটে ২২ গজে ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। আলাদা উন্মাদনা। ম্যাচকে ঘিরে ম্যাচের বেশ কিছু দিন আগে থেকেই চড়তে থাকে পারদ। দুই দলের সমর্থকরাই তাঁদের প্রিয় দলের জয় দেখতে একেবারে মুখিয়ে থাকেন। স্টেডিয়ামে সেই উত্তেজনার পারদ ছড়িয়ে পড়ে বাড়ির ড্রয়িংরুমেও।
আরও পড়ুন: বাবরের ক্যাপ্টেন্সি নিয়ে কেন প্রশ্ন করা যাবে না, কবে শিখবে ও- কটাক্ষ পাক প্রাক্তনীর
ভারত বনাম পাক ম্যাচে এর আগেও প্রিয় দল হেরে যাওয়াতে টিভি সেট ভাঙার ঘটনা কম ঘটেনি। মেলবোর্ন ম্যাচের পরে এমন ঘটনা ফের ঘটিয়েছেন এক পাক ভক্ত। নিজের বাড়ির টিভিটাকেই ভেঙে ফেলেন তিনি। আর সেই ভিডিয়ো টুইট করে প্রাক্তন টি-২০ বিশ্বকাপজয়ী তারকা হরভজন সিংয়ের মজার ছলে মন্তব্য, ‘লোকে পটাকা ফাটায়, আর প্রতিবেশীরা টিভি ভাঙ্গছে!’
প্রসঙ্গত রবিবার মেলবোর্নে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান দুই দল। সেই ম্যাচে একেবারে টানটান উত্তেজনাকর লড়াইয়ের পরে পাকিস্তানকে চার উইকেটে হারায় ভারত। তারপরেই প্রিয় দলের হার সহ্য করতে না পেরে নিজের বাড়ির টিভিটাই ভেঙে ফেলেন এক পাক ভক্ত।
আরও পড়ুন: জানি, ক্রিকেট কতটা নিষ্ঠুর আর অন্যায্য হতে পারে-রামিজ রাজার টুইটে ঝরে পড়ল হতাশা
টি-২০ বিশ্বকাপজয়ী অপর ভারতীয় তারকা বীরেন্দ্র সেহওয়াগ প্রথমে এই ভিডিয়োটি টুইট করেন। যেখানে তিনি লেখেন, ‘শান্ত হন প্রতিবেশীরা, এটা একটা খেলা মাত্র।’ বীরেন্দ্র সেহওয়াগের টুইট করা সেই ভিডিয়োটিই রিটুইট করেন হরভজন সিং।
ভিডিয়োটিতে দেখা যায়, এক পাক ভক্ত তাঁর বাড়িতে বসে ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখছিলেন। সেখানে ম্যাচের শেষ বলে মহম্মদ নওয়াজকে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন লং অনের উপর দিয়ে উঁচু করে শট মেরে ভারতকে জয়সূচক রানটি এনে দেন। এর পরেই সেই ভক্তের সমস্ত রাগ গিয়ে পড়ে তার টিভির উপর। তিনি হাতের সামনে থাকা সমস্ত জিনিস টিভি লক্ষ্য করে ছুঁড়তে থাকেন। এর পর টিভি স্ক্রিনেই দুমাদুম ঘুষি মারতে মারতে একটা সময় টিভিটাকেই মাটিতে ফেলে দেন। উল্লেখ্য, রবিবারের সুপার-১২ পর্যায়ের এই ম্যাচে ভারত চার উইকেটে হারিয়েছে পাকিস্তানকে।
For all the latest Sports News Click Here