‘লোকে নেতিবাচক লিখলে…’, নাইসা-যুগকে ট্রোলের বিরুদ্ধে লড়তে বিশেষ পরামর্শ কাজলের
নেটদুনিয়ায় প্রায়শই ট্রোলের মুখে পড়েন স্টার কিডরা। কাজল-অজয় দেবগণের দুই ছেলেমেয়ে নাইসা এবং যুগও একই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন একাধিক বার। এ বিষয় নিজের সন্তানদের কী শিখেয়েছেন অভিনেত্রী, সে সম্পর্কে এক সাক্ষাৎকারে কাজল জানিয়েছেন। অভিনেত্রী তাঁদের সম্পর্কে বলা ‘সুন্দর জিনিসগুলিতে’ মনোনিবেশ করতে বলেছেন।
১৯৯৪ সালে অজয় দেবগণকে ডেটিং শুরু করেন কাজল। ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। ২০০৩ সালে বড় মেয়ে নাইসার জন্ম দেন অভিনেত্রী। এরপর ২০১০ সালে ছোট ছেলে যুগ আসে দম্পতির কোল আলো করে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল জানিয়েছেন, ‘সবাই সব সময় সন্তানদের ক্ষেত্রে রক্ষণশীল হয়। হওয়ার কথাও। যদিও চারজন মানুষ তো সমালোচনা করবেই। আমি ওঁদের বুঝিয়ে বলেছিলাম, যদি দু-পাঁচজন মানুষ নেতিবাচক কথা লেখেন, তবে আরও ২৫০০ জন মানুষ রয়েছেন যারা তোমাদেরর সম্পর্কে সুন্দর কথা বলেছেন। তোমাদের সেদিকে মনোনিবেশ করা উচিত।’
আরও পড়ুন: ৩৮ বছর বয়সে এসে প্রেমে পড়লেন মনামী, নিজেই জানালেন নতুন সম্পর্কের কথা
শ্রীকান্ত মূর্তির উপন্যাস ‘দ্য লাস্ট হুরে’ থেকে অনুপ্রাণিত হয়ে রেবতী মেননের এই ছবি ‘সালাম ভেঙ্কি’। সিনেমায় একজন মায়ের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী। গল্পে দেখা যাবে এক মায়ের লড়াই। তাঁর ছেলে ডুশেন মাসকিউলার ডিস্ট্রফি রোগে আক্রান্ত। আর বেশি দিন সে বাঁচবে না। কিন্তু ছেলেটির মা চায় তাঁকে সব আনন্দ দিতে। ছেলের যা যা স্বপ্ন রয়েছে সব সফল করতে চায় তাঁর মা। মা-ছেলের এমনই এক সুন্দর গল্প উঠে আসবে কাজলের আগামী ছবিতে। এই ছবিটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি।
কাজলের সঙ্গে এই ছবিতে বিশাল জেঠওয়াকে দেখা যাবে। তিনি কাজলের ছেলের ভূমিকায় অভিনয় করেছেন। ৯ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘সালাম ভেঙ্কি’।
For all the latest entertainment News Click Here