‘লোকে কী বলল, ভাবি না’, সারোগেসি বিতর্ক নিয়ে মুখ খুললেন চিন্ময়ী
গত জুন মাসে যমজ সন্তানের মা হয়েছিলেন চিন্ময়ী শ্রীপদা। ইনস্টাগ্রামে একরত্তিদের ছবি দিয়ে সে খবর নিজেই জানিয়েছিলেন ‘চেন্নাই এক্সপ্রেস’-এর ‘তিতলি’-র গায়িকা। কিন্তু মাতৃত্বকালীন অবস্থায় নিজের কোনও ছবি না দিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি। অনেকেই ধরে নিয়েছিলেন, মা হতে তিনি সারোগেসির সাহায্য নিয়েছেন।
সন্তানদের জন্মের প্রায় পাঁচ মাস পর নিজের স্ফীতোদরের ছবি দিয়েছিলেন চিন্ময়ী। জানিয়েছিলেন, মাতৃত্বকালীন অবস্থায় সেই একটি ছবিই তিনি তুলেছিলেন। আর সেই ছবি জনসমক্ষে এনেই সারোগেসি বিতর্কে ইতি টানেন তিনি। চিন্ময়ীর মনে করেন, একজন মহিলা কোন পদ্ধতিতে মা হচ্ছে, সেটা চর্চার বিষয় হওয়া উচিত নয়। তাঁর কথায়, ‘মানুষ যদি ভাবেন আমি সারোগেসির মাধ্যমে মা হয়েছি, তাতে আমি কিছু মনে করব না। তাঁরা যা চান, তাই ভাবতে পারেন।’
চিন্ময়ী জানান, অন্তঃসত্ত্বা থাকাকালীন খুব সাবধানে ছিলেন তিনি। কাজের জন্য নানা জায়গায় গেলেও তাঁর ছবি না তোলার অনুরোধ করেছিলেন সকলকে।
(আরও পড়ুন: যমজ সন্তানের জন্মের পর বেবি বাম্পের ছবি! ফের সারোগেসি বিতর্কে ইতি টানলেন চিন্ময়ী)
চিন্ময়ী জানিয়েছিলেন, সি-সেকশনের সময় ভজন গাইছিলেন তিনি। মায়ের গলার ভজন শুনেই পৃথিবীর আলো দেখেছে তাঁর যমজ সন্তান। গায়িকার স্বামী, রাহুল রবিন্দ্রনও ইনস্টাগ্রামে বাবা হওয়ার সুখবর ভাগ করে নিয়েছেন। ২০১৪ সালের মে মাসে সাতপাকে বাঁধা পড়েছিলেন তাঁরা। আপাতত দুই সন্তানকে নিয়ে দিন কাটছে তাঁদের।
For all the latest entertainment News Click Here