লোকসভা ভোটে কোন পার্টির তুরুপের তাস হচ্ছেন অভিষেক বচ্চন? জানুন অন্দরের খবর
বিনোদন জগতের ব্যক্তিত্বদের রাজনীতিতে আসা কোনও নতুন ব্যাপার নয়। টলিউড থেকে বলিউড– সব জায়গাতে একই ছবি। সিনেমার জগতের অনেক তারকাই বিকল্প পেশা হিসেবে বেছে নিয়েছে রাজনীতিকে। তবে ২০২৪-এর লোকসভা ভোটের সবচেয়ে বড় চমক নাকি আসবে বচ্চন পরিবারের তরফ থেকেই আসবে।
খবর ছড়িয়েছে, রাজনীতির জগতে খুব জলদি পা ফেলতে চলেছেন অভিষেক বচ্চন। মা জয়া বচ্চন ও বাবা অমিতাভ বচ্চনের পথে হেঁটে জুনিয়র বচ্চনও এবার আসতে চলেছে রাজনীতির ময়দানে। আর সেই খবর অনেকের কপালেই ভাঁজ ফেলে। চিন্তায় পড়ে যান, তাহলে কি সিনেমা করা কমিয়ে দেবেন এবারে অভিষেক?
ভারত সমাচার-এর একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে যোগ দেবেন অভিষেক বচ্চন। এবং বাবার মতোই ভোটে দাঁড়াবেন এলাহাবাদ থেকে। তবে ছড়িয়ে পড়া এই খবর খারিজ করে দিয়েছে আরও এক প্রতিবেদন। ইটাইমসকে অভিষেক ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ‘এটা সম্পূর্ণ ভুল’। আরও পড়ুন: ‘কোনওদিন ওঁনার ভালোবাসা পাইনি,তবে…’, ঠাকুরদার জন্মবার্ষিকী, ভুল করে বসলেন হৃতিক!
২০১৩ সালে এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন নিজেও মুখ খুলেছিলেন রাজনীতিতে নামা প্রসঙ্গে। তাঁর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, মা-বাবার মতো তাঁর কোনও ইচ্ছে আছে কি না রাজনীতিতে যোগ দেওয়ার। যাতে এবি জবাব দেন, ‘আমার মা-বাবা রাজনৈতিক নেতা হলেও, আমি নিজেকে সেই জায়গায় দেখি না। আমি অন স্ক্রিন একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করতে পারব, কিন্তু বাস্তব জীবনে বড় করে না। আমি কখনও আসব না রাজনীতির ময়দানে।’ আরও পড়ুন: ‘অ্যান্টি-এজিং, অ্যান্টি-রিংকেল ক্রিম মেখেও উপকার পাইনি, বরং মুখ ভরে যায় ব্রণতে’, স্বীকারোক্তি ৫০ বছরের শানের
প্রসঙ্গত, ১৯৮৪ সালে বন্ধু রাজীব গান্ধির আবদারে এলাহাবাদ লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন অমিতাভ বচ্চন। বিপুল ভোটে জয়ী হন। তিন বছর ছিলেন সক্রিয় রাজনীতিতে। তবে তারপর পদত্যাগ করে রাজনীতির ময়দানকে বিদায় জানান। অন্য দিকে, ২০০৪ সাল থেকেই সক্রিয়ভাবে রাজনৈতিক ময়দানে জয়া বচ্চন। বলিউডে তাঁকে আজকাল আর দেখা যায় না বললেই চলে। তিনিও সমাজবাদী পার্টির তরফেই রাজ্যসভার সদস্য।
কাজের সূত্রে, গতবছর দশভি সিনেমায় এক রাজনীতিকের ভূমিকায় দেখা গিয়েছিল অভিষেককে। এই সিনেমা এসেছিল নেটফ্লিক্সে। বড়ই ব্যস্ত এখন অভিষেক। হাতে তাঁর রয়েছে পরপর সিনেমা। যার মধ্যে উল্লেখযোগ্য ‘ব্রেথ’, ‘ঘুমর’, ‘ধুম ৪’, ‘হাউসফুল ৫’।
For all the latest entertainment News Click Here