‘লেট ইট বি…’, জিতুর সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই কেন একথা বললেন নবনীতা
অভিনেত্রী নবনীতা দাস এবং অভিনেতা জিতু কমলের বিচ্ছেদের গুঞ্জনে সরগরম টলি পাড়া। গত মাসের শেষে বিয়ে বিচ্ছেদের কথা সামনে আনেন নবনীতা। মাস কয়েক ধরেই এক ছাদের নীচে থাকছেন না এই জুটি। ডিভোর্সেরও আভাস দিয়েছেন নবনীতা। এসবের মধ্যেই নেটমাধ্যমের পাতায় হাসিমুখে নতুন ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
‘লেট ইট বি…’ অর্থাৎ এভাবেই থাকতে দাও। জিতুর সঙ্গে বিচ্ছেদের মাঝে আরও একবার ইঙ্গিতপূর্ণ ক্য়াপশন দিয়ে নিজের একটি ছবি পোস্ট করেছেন নবনীতা। ছবিতে লাল ফুলহাতা টি-শার্ট পরে অভিনেত্রী। খোলা চুলে ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিয়েছেন তিনি। আরও পড়ুন: মায়ের একটাই কথা, ‘বিয়ে করবি কবে’, কীভাবে সামলান বিজয় ভার্মা
নবনীতার ছবি দেখে অনুরাগীরা যেমন ভালোবাসা উজাড় করেছেন, তেমনি কেউ কেউ তাঁকে কটাক্ষ করতেও বাদ যাননি। এক নেটিজেন কটাক্ষ করে নবনীতাকে লেখে, ‘জিতুকে ছেড়ে তো বেশ ভালোই আছ। ডির্ভোস দিয়ে জিতুদার থেকে বোধ হয় তুমি বেশি খুশি’। আবার কেউ কেউ অভিনেত্রীর ক্য়াপশন দেখে উদ্বেগ প্রকাশ করেছেন। অনুরাগীদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, নবনীতা কি তাহলে জিতুকে ছেড়ে এভাবেই থাকতে চাইছেন?
প্রসঙ্গত, তিন মাস ধরেই আলাদা থাকছিলেন জিতু-নবনীতা। শ্রাবন্তীর সঙ্গে লন্ডনে পাড়ি দিয়েছেন জিতু, সেখানে নতুন ছবির শ্য়ুটিংয়ে ব্যস্ত তিনি। ওদিকে ‘মহাপীঠ তারাপীঠ’-এর পর মা তারা সান বাংলার ‘বিয়ের ফুল’ মেগার সঙ্গেই দীর্ঘ সময় পর ছোটপর্দায় ফিরেছেন। ধারাবাহিকের শ্যুটিং নিয়েই দিন কাটছে নবনীতার।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় প্রযোজক রাণা সরকারের সঙ্গে একফ্রেমে ধরা দিয়েছেন নবনীতা। তারপর থেকেই জল্পনা তবে কি রাণার হাত ধরে এবার বড়পর্দায় নবনীতা? স্বামীর পদচিহ্ন কি তিনিও অনুসরণ করবেন? এই ব্য়াপারে এক সংবাদমাধ্যমকে নবনীতা জানান, ‘ওঁনার অফিসে গিয়েছিলাম। সিনেমায় কাজের অফার পেয়েছি। তবে চূড়ান্ত কিছু সিদ্ধান্ত হয়নি। প্রাথমিক কথাবার্তা হয়েছে। আগামিতে কোনও সিদ্ধান্ত নিলে সকলে জানতেই পারবে’।
একই সুর রাণার গলায়। আনন্দবাজারকে তিনি জানান, ‘মহাপীঠ তারাপীঠ’ সিরিয়ালে মা তারার চরিত্রে নবনীতার অভিনয় মনে দাগ কেটেছে। তেমনই কোনও চরিত্রের জন্য নবনীতাকে কাস্ট করবার কথা ভাবছেন প্রযোজক। তাঁর কথায়, ‘নবনীতাও বলেছে যদি ব়ড় পর্দায় ভাল চরিত্রে অভিনয় করার সুযোগ পায়, তা হলে ছোট পর্দায় কাজ করা কমিয়ে দেবে। পরিচালনার দায়িত্বে থাকবে নতুন একটি ছেলে। নামটা এখনই বলছি না।’
অন্যদিকে, গত বছর অনীক দত্তর ‘অপরাজিত’ ছবিতে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনয় করেন জিতু, এরপরই বদলে যায় তাঁর ভাগ্য। আপতত ছোট পর্দা ছেড়ে পাকাপাকিভাবে রুপোলি পর্দাতেই মন দিয়েছেন তিনি।
For all the latest entertainment News Click Here