লেজেন্ডস লিগে খেলবেন মহম্মদ কাইফ, আব্দুল রাজ্জাক
ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ ও পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আব্দুল রাজ্জাক লেজেন্ড লিগ ক্রিকেটের মাস্টার্স টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছেন। মঙ্গলবার লেজেন্ডস লিগ ক্রিকেট কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে এই দুই ক্রিকেটারের অংশ গ্রহনের কথা।
এবার লেজেন্ডস লিগ ক্রিকেট অনুষ্ঠিত হবে কাতারে। ২৭ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এই দুই ক্রিকেটার ছাড়াও আরও ৬ জন প্রাক্তন ক্রিকেটারের যোগ দেওয়ার কথা রয়েছে। এলএলসি মাস্টার্সের প্রথম সিজনের বিজয়ী ছিল ওয়ার্ল্ড জায়ান্টস।
এলএলসি মাস্টার্সের অংশগ্ৰহনকরী ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ইংল্যান্ডের ইয়ন মর্গ্যান, গৌতম গম্ভীর, ইরফান পাঠান, পাকিস্তানের কিংবদন্তি শোয়েব আখতার, ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল এবং ভারতের এস শ্রীসন্থ।
লেজেন্ডস লিগ ক্রিকেটের সম্পর্কে মহম্মদ কাইফ বলেন, ‘গত মরশুমে আমরা ভারতে কিছু সত্যিকারের অনেক ভালো ক্রিকেট দেখেছি। আমি কিংবদন্তিদের বিরুদ্ধে খেলাটি পুরোপুরি উপভোগ করেছি এবং এলএলসি মাস্টার্সে খেলার জন্য মুখিয়ে রয়েছি।’ এই লিগে খেলতে দেখা যাবে প্রবীন তাম্বেকেও।
তাম্বে বলেন, ‘লেজেন্ডস লিগে আমাদের মতো সিনিয়র ক্রিকেটারদের জন্য একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম। এই টুর্নামেন্ট আমাদের জন্য নতুন পথও খুলে দিয়েছে। আমি ভারতে শেষ মরশুম পুরোপুরি উপভোগ করেছি এবং কাতারে খেলা উপভোগ করতে প্রস্তুত।’
এলএলসি মাস্টার্সে অংশগ্রহণের বিষয়ে আব্দুল রাজ্জাক মন্তব্য করেন, ‘আমি শেষ মরশুমের খেলা দেখেছি। এলএলসি মাস্টার্সে এই মরশুমে আমি অংশগ্রহণ করছি। প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে খেলার জন্য মুখিয়ে রয়েছি। সবার সঙ্গে খেলতে পারব। সত্যি আনন্দ হচ্ছে।’
ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার টিনো বেস্ট বলেছেন, ‘আমরা ভারতে গত মরশুম পুরোপুরি উপভোগ করেছি। কাতারেও দারুণ কিছু ক্রিকেট খেলার অপেক্ষায় আছি।’
লেজেন্ডস লিগ ক্রিকেটের সহ প্রতিষ্ঠাতা এবং সিইও রমন রাহেজা বলেন, ‘এলএলসি মাস্টার্সে ক্রিকেট খেলাটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। অনেক কিংবদন্তি এই লিগে অংশগ্রহণ করছেন। টুর্নামেন্টটি ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। আমরা দোহায় আমাদের ভক্তদের ভাল ক্রিকেট উপহার দেওয়ার জন্য মুখিয়ে আছি। আমরা শীঘ্রই আমাদের সম্প্রচারকারীর নাম ঘোষণা করব।’
For all the latest Sports News Click Here