লুকোচুরি আর নয়! ‘বিজয় আমার খুশির ঠিকানা’, প্রেমে সিলমোহর তামান্নার
বেশ করেছি প্রেম করেছি! জোর গলায় ভালোবাসার কথা বলেই দিলেন তামান্না ভাটিয়া। অভিনেতা বিজয় বর্মার সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী, জানিয়ে দিলেন তিনি। ‘বাহুবলী’ নায়িকা জানান ‘লাস্ট স্টোরিজ ২’-এর সেটেই বিজয় বর্মার সঙ্গে তাঁর সম্পর্কের শুরু। এই ছবিতেই প্রথমবার জুটিতে দেখা যাবে তাঁদের।
চলতি বছরের একদম গোড়ায় বিজয় বর্মার সঙ্গে তামান্নার প্রেমচর্চা শুরু। নববর্ষের এক পার্টিতে চুম্বনরত অবস্থায় ফ্রেমবন্দি হন দুজনে। একসঙ্গে জমিয়ে নাচও করে তাঁরা। তারপর থেকে কখনও এয়ারপোর্ট তো কখনও ডিনার ডেটে একত্রে দেখা গেলেও প্রেম নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। তবে শেষমেশ একান্ত সাক্ষাৎকারে প্রেমে সিলমোহর দিলেন অভিনেত্রী। ফিল্ম কম্পানিয়ানকে তামান্না জানান,’আমার মনে হয় না আপনি কারুর প্রতি শুধু এই কারণেই আকৃষ্ট হতে পারেন যে আপনি তার সহ-অভিনেত্রী। আমি আজ পর্যন্ত অনেক সহ-অভিনেতার সঙ্গে কাজ করেছি। কারুর জন্য খুব ব্যক্তিগত কিছু যতক্ষণ না পর্যন্ত আপনি অনুভব করছেন, তাঁদের পেশা সেক্ষেত্রে জরুরি নয়। মানে তাঁদের পেশার জন্যই আপনি আকৃষ্ট হবেন সেটা নয়’।
বিজয় সম্পর্কে বলতে গিয়ে তামান্না জানান, ‘ও এমন একজন যার সঙ্গে খুব সহজেই আমি একাত্ম হতে পেরেছি। যে নিজেকে সম্পূর্ণভাবে আমাকে সমর্পণ করেছে, আমিও তাই নিজেকে আর ঠেকিয়ে রাখিনি। উচ্চাকাঙ্খী নারীদের একটা সমস্যা হল আমাদের মনে হয় সবকিছুর জন্য আমাদের খুব কঠিন লড়াই লড়তে হবে।…. আমি নিজের জন্য একটা পৃথিবী তৈরি করে রেখেছি, আর সেখানে একটা মানুষ সেই জগতটাকে আপন করে নিয়েছে, আমাকে তার জন্য কোনও ঝক্কি পোয়াতে হয়নি। বিজয় এমন একজন মানুষ যার প্রতি আমি ভীষণরকমভাবে যত্নশীল, আর হ্যাঁ, ও আমার সব খুশির ঠিকানা’।
এর আগে তামান্না এবং বিজয়ের সম্পর্ক নিয়ে অভিনেতা গুলশন দেবিহা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিলেন, ‘কুছ তো হ্যায়… কিন্তু কী আছে তা ঠিক বলবে পারব না। দুজনের রসায়ন ফাটাফাটি এটা বলতে পারি’।
দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেরও অতি পরিচিত নাম তামান্না। অন্যদিকে চরিত্রাভিনেতা হিসাবেই বেশি দেখা মেলে বিজয় বর্মার। ‘গল্লি বয়’ থেকে শুরু করে ‘পিঙ্ক’, ‘মান্টো’র মতো অন্যধারার ছবির পরিচিত মুখ বিজয়। গত বছর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ছবি ‘ডার্লিংস’-এ বউ পেটানো স্বামীর চরিত্রে দাগ কেটেছেন তিনি।
প্রসঙ্গত যৌন আকাঙ্খার প্রেক্ষাপটে সাজানো ‘লাস্ট স্টোরিজ ২’-এ তামান্না-বিজয় ছাড়াও থাকছেন নীনা গুপ্তা, কাজল, ম্রুণাল ঠাকুর, তিলোত্তমা সোম ও অম্রুতা সুভাষের মতো শিল্পীরা। ছবির টিজারে নজরে এসেছে তামান্না-বিজয়ের কেমিস্ট্রি। যৌনতা আর ভালোবাসা পরস্পরের পরিপূরক, সেক্স নিয়ে ফ্যান্টাসি মোটেই অচ্ছ্যুৎ নয়, সেই বার্তাই উঠে আসবে এই ছবিতে। ‘লাস্ট স্টোরিজ ২’ পরিচালনার দায়িত্বে রয়েছেন আর.বালকি, সুজয় ঘোষ, কঙ্কনা সেনশর্মা এবং অমিত রবিন্দেরনাথ শর্মা। আগামী ২৯শে জুন থেকে স্ট্রিমিং শুরু হবে ‘লাস্ট স্টোরিজ ২’-এর।
For all the latest entertainment News Click Here