লুকিয়ে বিয়ে সেরেছেন মেহজাবীন? তুমুল চর্চা ঘিরে বিরক্তি প্রকাশ বাংলাদেশের নায়িকার
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তাঁর একাধিক নাটক বেশ জনপ্রিয় দুই বাংলায়। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে দিন কয়েক ধরে জোর চর্চা চলছে। গুঞ্জন, তিনি নাকি বিয়ে করেছেন। বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই।
আদনান আল রাজীবের সঙ্গে এই অভিনেত্রীর প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। ২০১৮ সালে নায়িকা আদনানের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে যেখানে।’ আর এখান থেকেই তাঁদের সম্পর্কের গুঞ্জন চাউর হয়।
সম্প্রতি একটি পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকা গিয়েছেন মেহজাবীন। সেখানে হাজির ছিলেন ওপার বাংলার ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, তাসনিয়া ফারিন। তিশার একটি রিল ভিডিয়ো থেকেই যাবতীয় চর্চার নতুন করে সূত্রপাত।
আরও পড়ুন: Bhalobasha Not Out: সিঙ্গেল মাদারের মেয়ে অয়ন্যা, আসছে পরিচালক সায়নের ‘ভালোবাসা নট আউট’
তিশার রিল ভিডিয়োয় দেখা গিয়েছে, মেহজাবীন এবং আদনান একে অপরের হাত ধরে হাঁটছেন। কিন্তু বারবারই তাঁরা একে অপরকে ভালো বন্ধু বলে সম্বোধন করেছেন। প্রেম বা বিয়ে নিয়ে সরাসরি কোনও কিছুই সরাসরি স্বীকার করেননি তাঁরা। ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা শুনে খানিক বিরক্ত মেহজাবীন। নিজের বিরক্তি উগরে দিয়েছেন ফেসবুকে লিখেছেন, ‘অতিরঞ্জিত সাংবাদিকতার আত্মার শান্তি কামনা করি।’
উল্লেখ্য, ২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন মেহজাবীন। এরপর নিয়মিত ছোট পর্দায় অভিনয় করছেন। অন্যদিকে দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের তালিকায় রয়েছেন আদনান আল রাজিব। তাঁরা কি আদৌ বিয়ে করেছে? সময়ই উত্তর দেবে। বিয়ে প্রসঙ্গে যদিও এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি নায়িকা।
For all the latest entertainment News Click Here