লিয়নের লড়াইকে অপমান করলেন পিটারসেন! হিউজের স্মৃতি টেনে কেপিকে জবাব দিলেন নাথান
অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত চলতি লর্ডস টেস্টের চতুর্থ দিনে ব্যাট করতে নেমেছিলেন চোট পাওয়া অজি তারকা নাথান লিয়ন। নিজের যন্ত্রনার সঙ্গে লড়াই করেও লিয়ন ১৩ বলের মোকাবিলা করেছিলেন। ব্যাট হাতে মিচেল স্টার্ককে সমর্থন করেছিলেন এবং স্টার্কের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ১৫ রানের জুটিও গড়েছিলেন। এমন অবস্থায় গোটা বিশ্ব যেখনে নাথান লিয়নকে সমর্থন করছেন সেখানে লিওনের সমালোচনায় নেমেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা কেভিন পিটারসেন। কেপি বিশ্বাস করেন যে তিনি ইচ্ছাকৃতভাবে আঘাত পেতে ক্রিজে নেমেছিলেন। পিটারসেনের মতে যদি সেই সময়ে লিয়নের মাথায় চোট লাগত তাহলে বদলি হিসাবে স্পিনার টড মার্ফি মাঠে নামতে পারতেন।
পিটারসনের এই বক্তব্যের পরে নিজের বক্তব্য রেখেছেন নাথান লিয়ন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ককে যোগ্য জবাব দিয়েছেন অজি স্পিনার। লিয়ন বলেছিলেন মাথায় চোট পাওয়ার জন্য তিনি তাঁর এক সতীর্থকে (ফিলিপ হিউজ) হারিয়েছেন। তাই কেপির যুক্তি খুবই অযৌক্তিক। নাথান লিয়ন সাংবাদিকদের বলেন, ‘আমি নাকি মাথায় আঘাত পেতে সেখানে গিয়েছিলাম, এমন মন্তব্যও শুনেছি, কিন্তু আমি সত্যিই এর বিরুদ্ধে। মাথায় আঘাতের কারণে আমি আমার একজন সতীর্থকে হারিয়েছি, তাই আমি মনে করি এটি সত্যিই একটি বাজে কথা।’
জেনে নেওয়া যাক পিটারসন কি বলেছিলেন? স্কাই স্পোর্টসের সঙ্গে কথা বলতে গিয়ে কেভিন পিটারসেন বলেছিলেন যে অস্ট্রেলিয়া নাথান লিয়নকে চোট পেতেই মাঠে পাঠিয়েছিল। যাতে লিয়ন চোট পাওয়ার পরে তারা বদলি হিসেবে টড মার্ফিকে মাঠে আনতে পারে। তিনি বলেন, ‘ভাবুন, যদি তিনি (লিয়ন) মাথায় আঘাত পেতেন, তাহলে তারা একটি কনকশন বিকল্প এবং একজন বিশ্বমানের স্পিনার টড মার্ফিকে পেত।’
পরে জানা গিয়েছিল যে লিয়নকে ব্যাট করতে নিষেধ করেছিলেন কামিন্স। চোটের কারণে লিয়নকে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স ব্যাট করতে মানা করেছিলেন কিন্তু অভিজ্ঞ অফ-স্পিনার তার সতীর্থদের সমর্থন করার জন্য ব্যাট করতে নেমেছিলেন। লিয়ন, তার টানা ১০০ তম টেস্টে খেলছেন, লর্ডসে দ্বিতীয় অ্যাশেজ টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলাকালীন ক্যাচ নেওয়ার সময় আহত হয়েছিলেন তিনি।
নাথান লিয়ন বলেছেন, ‘প্যাট (কামিন্স) আমাকে প্রথমে বলেছিল যে আমি ব্যাট করতে যাব না, তবে আমি প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এবং আমাদের মেডিকেল টিমের সঙ্গে কথা বলি এবং আমি কীভাবে ক্রিজে যেতে পারি তা জানার চেষ্টা করেছি। আমি এখানে লর্ডসে ফিজিওর সঙ্গে জিমে অনেক সময় কাটিয়েছি এবং ক্রিজে যাওয়ার চেষ্টা করার জন্য আমার পায়ে টেপ লাগিয়েছিলাম।’
চোট পাওয়া সত্ত্বেও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের চতুর্থ দিনে ব্যাটিং করতে নেমে সকলের মন জিতে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার নাথান লিয়ন। এরপরে যেভাবে কেভিন পিটারসেন অজি স্পিনারকে আক্রমণ করেছেন সেটা কেউই মেনে নিতে পারছেন না। সোশ্যাল মিডিয়াতে ভক্তেরা কেপির ক্লাস নেওয়া শুরু করেছেন। অনেকেই কেভিন পিটারসেনকে অহেতুক সমালোচনা করতে মানা করেছেন।
For all the latest Sports News Click Here