লিভিংস্টোন-মালানের দুরন্ত ব্যাটিং, T20 তে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের রেকর্ড রান
টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে সর্বাধিক রান করল ইংল্যান্ড। বলা যেতে পারে টি টোয়েন্টি ক্রিকেটে রেকর্ড গড়ল জোস বাটলারের দল। চলতি ভারত বনাম ইংল্যান্ডের টি টোয়েন্টি সিরিজে ইতিমধ্যেই প্রথম দুটি ম্যাচে জিতেছে টিম ইন্ডিয়া। প্রথম দুই ম্যাচেই সবচেয়ে বড় ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড। সেই লজ্জার রেকর্ড গড়ার পরেই ঘুরে দাঁড়াল জেসন রয়, মালান, লিভিংস্টোনরা। টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিরুদ্ধে সর্বাধিক রান করল জোস বাটলারের ইংল্যান্ড।
টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ট্রেন্ট ব্রিজে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জোস বাটলার। ভালো শুরু করেও ৯ বলে ব্যাক্তিগত ১৮ রান করে আবেশ খানের বলে বোল্ড হয়ে যান জোস বাটলার। তবে জেসন রয় ২৬ বলে ২৭ রানের একটি ইনিংস খেলেন।
আরও পড়ুন… ভিডিয়ো: অস্ট্রেলিয়াতে ঘুরে বেড়াচ্ছে ‘জায়ান্ট’ ঋষভ পন্ত! জেনে নিন আসল ঘটনাটা কী
এদিন ইংল্যান্ডের হয়ে দুরন্ত ইনিংস খেলেন ডেভিড মালান। মাত্র ৩৯ বলে ৭৭ রানের ইনিংস খেলেন তিনি। এদিনের ইনিংসে মালান ছয়টি চার ও পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন। তবে শুধু মালান নয়, ব্যাট হাতে ঝড় তুলেছিলেন লিয়াম লিভিংস্টোন। মাত্র ২৯ বলে ৪২ রান করেন তিনি।
আরও পড়ুন… ভিডিয়ো: অস্ট্রেলিয়াতে ঘুরে বেড়াচ্ছে ‘জায়ান্ট’ ঋষভ পন্ত! জেনে নিন আসল ঘটনাটা কী
নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে এদিন ইংল্যান্ড স্কোর বোর্ডে তোলে ২১৫ রান। এই রান এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের সর্বাধিক স্কোর। এই রানের লক্ষ্য দিয়ে সিরিজের শেষ ম্যাচটি জিততে চায় ইংল্যান্ড। কারণ সিরিজ হারলেও, নিয়মরক্ষার ম্যাচে ঘুরে দাঁড়িতে চায় জোস বাটলাররা।
For all the latest Sports News Click Here