লিভিংস্টোনের অফস্টাম্প উড়িয়ে ফ্লাইং কিস, কাটা ঘায়ে নুনের ছিটে ইশান্তের- ভিডিয়ো
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে পুরনো মেজাজে পাওয়া গেল ইশান্ত শর্মাকে। শনিবার ঘরের মাঠে শিখর ধাওয়ানের কিংসের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। এ দিন পঞ্জাবকে চাপে ফেলে পাওয়ারপ্লে-তেই ৩ উইকেট তুলে নেয় দিল্লি। তার মধ্যে দু’উইকেটই ইশান্তের।
দলের অভিজ্ঞ ভারতীয় পেসার ইশান্ত শর্মা শিখর ধাওয়ান (৭) এবং লিয়াম লিভিংস্টোকে (৪) সাজঘরে ফিরিয়ে পঞ্জাব কিংসকে বড় ধাক্কা দেন। শিখর ধাওয়ান মিডউইকেটের কাছে রিলি রসৌকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। লিয়াম লিভিংস্টোনকে বোল্ড করেন ইশান্স। এবং আউট করার পর লিভিংস্টোনকে ফ্লাইং কিস ছুড়ে দেন ইশান্ত।
ইশান্ত একটি লেন্থ ডেলিভারিতে বোল্ড করেন লিভিংস্টোনকে। লিয়াম লিভিংস্টোন বলটি বুঝতেই পারেননি। তিনি সুইং করার চেষ্টা করেছিলেন কিন্তু বল মিস করেন। সেটি সোজা অফ-স্টাম্প ছিটকে দেয়। তার পরেই লিভিংস্টোনের দিকে একটি ফ্লাইং-কিস ছুড়ে দেন ইশান্ত। আর এই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় হুহু করে ভাইরাল হয়েছে।
২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব খারাপ জায়গায় রয়েছে দিল্লি ক্যাপিটালস। শুরুটাই তাদের ভালো হয়নি। প্লে-অফে ওঠার আশা তাদের কার্যত শেষ। তবে তারা এখনও লড়াই চালিয়ে যাচ্ছে।
এ দিন টস হেরে প্রথমে ব্যাট করতে নামে পঞ্জাব কিংস। শিখর বা লিভিংস্টোনরা ব্যর্থ হলেও, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকান পঞ্জাব কিংসের প্রভসিমরন সিং। ৬৫ বলে মাত্র ১০৩ রানের দুরন্ত ইনিংস খেললেন তিনি। তবু পঞ্জাবের রান আটকে গেল ১৬৭-তেই। ৭ উইকেট হারিয়ে তারা এই রান তোলে।
আসলে বাকি ব্যাটাররা এ দিন চূড়ান্ত হতাশ করেন। প্রভসিমরনের সেঞ্চুরি বাদ দিলে দুই অঙ্কের ঘরে গিয়েছেন আর মাত্র দু’জন। তবে তাঁরা কেউ ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি। ২৪ বলে ২০ রানই করেছেন স্যাম কারান। ৭ বলে বলে অপরাজিত ১১ রান করেছেন সিকান্দার রাজা। বাকিরা দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি। দিল্লি ক্যাপিটালসের ইশান্ত নিয়েছেন ২ উইকেট।
For all the latest Sports News Click Here