‘লিভারপুলেই থাকছি’, সালাহ সোজা ভাষায় জানিয়ে দিলেও মানের মন্তব্য ঘিরে শুরু জল্পনা
মতান্তরে বর্তমানে পৃথিবীর সর্বসেরা ফুটবলার মহম্মদ সালাহ। তবে লিভারপুল তারকার ভবিষ্যত নিয়ে বহুদিন ধরেই জল্পনা কল্পনা অব্যাহত। ২০২৩ সালেই শেষ হচ্ছে সালাহ ও লিভারপুলের চুক্তি। বহুদিন ধরে চুক্তি নিয়ে কথাবার্তা চললেও, সেই বিষয়ে নিশ্চিতভাবে দুই পক্ষের কেউই এখনও কিছু বলেনি
তবে শনিবার (২৯ মে) চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে সাংবাদিক সম্মলনে এসে নিজের ভবিষ্যত সম্পর্কে বড় আপডেট দিলেন সালাহ। জানিয়ে দিলেন তিনি লিভারপুলেই থাকছেন, তবে তা ২০২৩ সাল পর্যন্তই নিশ্চিত। তার পরের কী হবে, সে কিন্তু কিছুই বলেননি তিনি। অর্থাৎ পরের মরশুমে অন্তত লিভারপুল জার্সিতেই মিশরের তারকা ফরোয়ার্ডকে দেখা যাবে।
আরও পড়ুন:- ১৯ বছরের আব্রামোভিচ মালিকানার অবসান, চেলসি বিক্রির সবুজ সংকেত দিল যুক্তরাজ্য সরকার
সাংবাদিক সম্মলেন তিনি বলেন, ‘আমি নিজের চুক্তি নিয়ে কোনওরকম কথা বলতে চাই না। পরের মরশুমে নিশ্চিতভাবেই লিভারপুলে থাকছি, তারপরে দেখা যাক কী হয়। আমার মাথায় আপাতত চুক্তি নিয়ে বিন্দুমাত্র চিন্তাভাবনা নেই। আমি স্বার্থপর হতে পারি না। এখন সমস্ত ফোকাসটা দলের ওপর। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ হতে চলেছে এবং আমি আবারও হেন্ডোকে (লিভারপুল অধিনায়ক জর্ডন হেন্ডারসন) ট্রফি হাতে দেখতে চাই।’
আরও পড়ুন:- EPL 2021-22: জোড়া গোলে পিছিয়ে থেকে ৫ মিনিটে ৩টি গোল, অবিশ্বাস্য কামব্যাকে প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন ম্যান সিটি
সালাহের মতো লিভারপুলের আরেক তারকা ফরোয়ার্ড সাদিও মানের চুক্তিও ২০২৩ সালেই শেষ হয়ে যাচ্ছে। সালাহ পরের মরশুমে থাকছেনই এটুকু জানিয়ে দিলেও, মানের মন্তব্য ঘিরে কিন্তু ধোঁয়াশা। সেনেগাল তারকা জানান, ‘আমার ভবিষ্যত নিয়ে আমি চ্য়াম্পিয়ন্স লিগ ফাইনালের পর কথা বলব। আমি থাকব, কী থাকব না সেই চ্যাম্পিয়ন্স লিগের পর কথা হবে।’ সাম্প্রতিক সময়ে মানের সঙ্গে বায়ার্ন মিউনিখের নাম জড়িয়েছে। তাই মানের এই জবাবে লিভারপুল সমর্থকদের চিন্তা বাড়ছে বই কমছে না।
For all the latest Sports News Click Here