লিডসকে উড়িয়ে দিল আর্সেনাল, মাঠে নেমেই জোড়া গোল জেসুসের
শুভব্রত মুখার্জি: শনিবাসরীয় সন্ধ্যায় প্রিমিয়র লিগের ম্যাচে লিভারপুলকে ৪-১ গোলে গুড়িয়ে দিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। আর এই ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই লিডস ইউনাইটেড ওই এক স্কোরলাইনে উড়িয়ে দিল আর্সেনাল। ফলে এবারের লিগের শিরোপা জয়ের দিকে আরও একধাপ এগোল তাঁরা। আর এদিন প্রথম একাদশে ফিরেই অনবদ্য ফর্মে খেললেন ব্রাজিলীয় তারকা গ্যাব্রিয়েল জেসুস। নেমেই দলের হয়ে জোড়া গোল করলেন তিনি।
চোট কাটিয়ে ফিরে পাঁচ মাস পরে এদিন মাঠে ফিরলেন জেসুস। ফিরেই প্রথমবারেই প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের প্রতিভা চেনালেন তিনি। লিডস ইউনাইটেডকে গুড়িয়ে দিয়ে ম্যাঞ্চেস্টার সিটির থেকে ফের একবার আট পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল। শনিবার এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়র লিগের ম্যাচে ৪-১ গোলে জিতেছে মিকেল আর্টেতার দল। ৩৫তম মিনিটে স্পট কিক থেকে গোল করেন জেসুস। দলের লিড এনে দেন তিনি। জেসুস নিজেই ফাউলের শিকার হন। সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে গোল পায় আর্সেনাল।
প্রসঙ্গত গত বছরের অক্টোবর মাসের পর এই প্রথম ক্লাবের হয়ে গোল করলেন ২৫ বছর বয়সি এই ফুটবলার। প্রথমার্ধে ১-৯ ফলে এগিয়ে ছিল আর্সেনাল। দ্বিতীয়ার্ধের শুরুতে বেন হোয়াইট ব্যবধান দ্বিগুণ করেন। এর কিছুক্ষণ পরেই জোড়া গোল সম্পন্ন করেন জেসুস। এরপর লিডস একটি গোল শোধ করলেও গ্রানিত জাকার গোলে বড় জয় নিশ্চিত হয় আর্সেনালের। ২০২২ বিশ্বকাপে হাঁটুতে চোট পান জেসুস। গত মাসের মাঝামাঝি মাঠে ফের ফিরেছেন জেসুস। সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের তিনটি ম্যাচে বদলি হিসেবে নামার পর এদিন প্রথম একাদশে প্রথম থেকেই খেলার সুযোগ পান জেসুস।সুযোগ পেয়েই দলের জয়ে অগ্রণী ভূমিকা নেন তিনি। এদিন দিনের প্রথম ম্যাচে লিভারপুলকে হারিয়ে আর্সেনালের সঙ্গে পয়েন্টের ব্যবধান পাঁচ পয়েন্টে নামিয়ে এনেছিল সিটি। এই ম্যাচে জয়ের ফলে পয়েন্টের ব্যবধান বেড়ে ৮ পয়েন্ট হয়ে গেল। ২০০৩-০৪ মরশুমের পর প্রথম লিগ শিরোপা জয়ের লড়াই চালাচ্ছে আর্সেনাল। এই মুহূর্তে ২৯ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল।
For all the latest Sports News Click Here