লিগের প্রথম ৫টি ম্যাচ হেরে চাপে মন্ধানারা, কোন অঙ্কে নকআউটে উঠতে পারে RCB
উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম মরশুম অর্থাৎ WPL -এর এখন প্রায় অর্ধেকটা শেষ হয়ে গেছে। কারণ টুর্নামেন্টের ২২টি ম্যাচের মধ্যে ১১টি খেলা হয়ে গিয়েছে। WPL 2023-এ এখন পর্যন্ত যা দেখা গেছে তা সত্যিই আশ্চর্যজনক। কারণ এই লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অর্থাৎ RCB এখনও একটি ম্যাচেও জিততে পারেনি। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে এই টিমকে নিয়ে সকলেই আশায় বুক বেধে ছিল। সকলেই মনে করে ছিল যে এই লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মহিলা টিম সত্যি খুব শক্তিশালী। কিন্তু কাগজে কলমে দেখলে সেটা মনে হলেও বাইশ গজে সেটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে স্মৃতি মন্ধানারা। মাঠে নেমে নিজেদের শ্রেষ্ঠত্বও এখনও প্রমাণ করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
RCB এখনও পর্যন্ত তাদের আটটি লিগ ম্যাচের মধ্যে প্রথম পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে। এবং সবচেয়ে উদ্বেগজনক কারণ হল যে এখনও পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের প্রথম পাঁচটি ম্যাচ ম্যাচেই হেরেছে। টানা পাঁচ ম্যাচ হেরে টুর্নামেন্টের প্লে অফের রেস থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে স্মৃতি মন্ধানাদের দল। বাকি ৩টির মধ্যে ১টিও হারলে স্মৃতি মন্ধানার দল আরসিবি স্বয়ংক্রিয়ভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে।
আরও পড়ুন… লিয়নকে কুর্নিশ জানিয়ে সিরিজ শেষে কী বললেন শুভমন গিল
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের বাকি তিনটি ম্যাচ জিতলেও, দলটি নিজের ক্ষমতায় এলিমিনেটর ম্যাচে পৌঁছতে পারবে না। তাদের তিনটি ম্যাচ জিতলেও, দলটিকে ইউপি ওয়ারিয়র্স এবং গুজরাট জায়ান্টস দলের ফলাফলের উপর নির্ভর করতে হবে। কারণ মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস তাদের ম্যাচের চারটি করে ম্যাচ জিতেছে। এমন পরিস্থিতিতে তারা প্রথম চারে থাকার দিকে অনেকটাই এগিয়ে গিয়েছে। কোনও অঘটন না ঘটলে মুম্বই ও দিল্লি প্রথম স্থান অর্জনের দিকে এগিয়ে চলেছে। বাকি কোন দল শেষ তিনে উঠবে সেটাই দেখার। কোন দুটি দল এলিমিনেটরের জন্য লড়াই করে সেই দিকেই এখন সকলের নজর রয়েছে। যদিও এই লড়াই-এ ইউপি ওয়ারিয়র্স অনেকটাই এগিয়ে গিয়েছে। এমন অবস্থায় গুজরাট জায়ান্টস দলের ফলের সঙ্গে ইউপি ওয়ারিয়র্সের দলের দিকেও তাকিয়ে থাকতে হবে RCB কে। তবে তার মধ্যে নিজেদের বাকি ম্যাচের সবকটিতে স্মৃতি মান্ধনাদের জিততেই হবে।
আরও পড়ুন… ইন্দোরের পিচের রেটিং নিয়ে ম্যাচ রেফারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করল BCCI, পর্যালোচনা করবে ICC
এমন অবস্থায় ১৩ মার্চ সোমবার RCB তাদের পঞ্চম ম্যাচ হেরে যাওয়ায় সরাসরি WPL 2023 ফাইনাল বা খেলার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছে। এবার তাদের সামনে লক্ষ্য এলিমিনেটরে জায়গা পাকা করা। তবে তার জন্য তাদের ১৫ মার্চ বুধবারের ম্যাচ জিততেই হবে। কারণ টেবিলের শীর্ষস্থানীয়রা সরাসরি WPL 2023 ফাইনালে প্রবেশ করবে। এই টুর্নামেন্টে দুই এবং তিন নম্বর দল একটি এলিমিনেটর ম্যাচ খেলবে। এবং বিজয়ী দল টুর্নামেন্টের ফাইনালে টেবিলের শীর্ষস্থানীয় দলের মুখোমুখি হবে। ফাইনাল খেলা হবে ২৬ মার্চ। এমন অবস্থায় এলিমিনেটরে জায়গা পাকা করতে হলে লিগের বাকি তিন ম্যাচ জেতার পাশাপাশি বাকি গুজরাট ও ইউপির ফলের দিকে তাকিয়ে থাকতে হবে ব্যাঙ্গালোরকে।
![<p>দেখে নিন লিগ টেবিলে দল গুলোর অবস্থান কী?</p> <p>দেখে নিন লিগ টেবিলে দল গুলোর অবস্থান কী?</p>](https://images.hindustantimes.com/bangla/img/2023/03/14/original/WPL_Table_1678796473526.jpg)
দেখে নিন লিগ টেবিলে দল গুলোর অবস্থান কী?
দেখে নিন কোন অঙ্কে এলিমিনেটরে উঠতে পারে RCB
১. RCB কে তাদের বাকি তিনটি ম্যাচ জিততেই হবে।
২. মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস যেন তাদের বাকি দুটো ম্যাচে জয়ী হয়। এবং তাদের প্রতিপক্ষদের হারাতে সক্ষম হয়।
৩. ইউপি ওয়ারিয়র্স ও গুজরাট জায়ান্টসতে তাদের বাকি ম্যাচে হারাতেই হবে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here