লাল-হলুদ উত্তরীয় পরায় ট্রোল মোহনবাগান সচিবকে, ট্রোলারদের পালটা মন্ত্রীর
এবার দু’দিন ধরে পালিত হয়েছে মোহনবাগান দিবস। গত ২৯ এবং ৩০ জুলাই প্রতিবারের মতো এবারও মোহনবাগান মাঠেই পালিত হয় মূল অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের প্রথম দিন অর্থাৎ শনিবার প্রাক্তনদের প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। শনিবার সেই অনুষ্ঠানে সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী প্রকাশ করা হয়, ‘ষোলো আনা বাবলু।’ সেদিনই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। সেখানে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে মোহনবাগান সচিব দেবাশিস দত্তর হাতে পুস্পস্তবক তুলে দেন দেবব্রত সরকার। পাশাপাশি ইস্টবেঙ্গেলর লাল-হলুদ উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয় বাগান সচিবকে।
আর এই ঘটনাই শোরগোল ফেলে দেয় সোশ্যাল মিডিয়ায়। বাগান সমর্থকদের একাংশ মোটেই ভালো ভাবে এই ঘটনা দেখেনি। কেউ যেমন এটাকে স্পোর্টস ম্যান স্পিরিট হিসাবে নিয়েছে। আবার কেউ ঘটনার তীব্র সমালোচনা করেছেন। বিশেষ করে লাল-হলুদ সমর্থকরা ট্রোল করেন। এবার এই ঘটনায় মুখ খুললেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। যারা সমালোচনা এবং ট্রোল করছেন তাদের একহাত নেন তিনি। রবিবার মোহনবাগান ক্লাবে গিয়ে রাজ্যের মন্ত্রী বলেন,’দেবাশিসকে ইস্টবেঙ্গলের উত্তরীয় পরানোর জন্য ট্রোল করা হয়েছে। কিছুদিন আগে এমিলিয়ানো মার্তিনেজকে সবাই উত্তরীয় পরিয়েছিল। ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো যেমন বড় ক্লাব ছিল। তেমনই শ্রীভূমির মতো ছোট দলও ছিল। তাহলে মার্তিনেজ কোন ক্লাবের? সম্মান দিতে হয় এবং নিতে হয়। যারা বোঝেন না তারা সমালোচনা করবে।’
এখানেই তিনি থামেননি। তিনি আরও বলেন, ‘বাংলার সাপ্লাই লাইন ঠিক না হলে ভারতীয় ফুটবলের উন্নতি হতে পারবে না।’ শুধু তাই নয়, ১৯১১ শিল্ড জয় নিয়ে সিনেমা তৈরি করার নির্দেশ দেন অরূপ বিশ্বাস। এর আগে মোহনবাগানের ১৯১১ শিল্ড জয় নিয়ে এগারো নামক বাংলা সিনেমা বেড়িয়েছে। কিন্তু কোনও হিন্দি সিনেমা বের হয়নি। এবার সেই নির্দেশ দিলেন অরূপ বিশ্বাস।
বাগান দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ‘১৯১১ সালের লড়াই নিয়ে তৈরি হোক হিন্দি সিনেমা। দেবাশিসের কাছে আবেদন করছি এটা হোক। যেটা সব ভাষায় হোক, সবাই যেন জানতে পারেন ব্রিটিশদের বিরুদ্ধে কীভাবে লড়াই করে জিততে হয় দেখিয়েছিল মোহনবাগান ক্লাব। ১৯১১ সালে স্বাধীনতার এই লড়াই না হলে হয়ত ১৯৪৭ সালে স্বাধীনতা আসত না।’ তবে বাগান সচিবকে ট্রোল করাকে নিয়ে যে তিনি বেশ চটেছেন তা বলার অপেক্ষা রাখে না। এবার মোহনবাগান রত্ন সম্মান দেওয়া হয় প্রাক্তন ফুটবলার গৌতম সরকারকে।
For all the latest Sports News Click Here