লাল বেনারসিতে রুক্মিণী, ধুতি-টোপর পরে ছাদনা তলায় দেব,বিয়ের ছবি দেখে মুগ্ধ ভক্তরা
পরনে টুকটুকে লাল বেনারসি, সিঁথি ভরা সিঁদুর, কনের সাজে অভিনেত্রী রুক্মিণী মৈত্র। টিনটিন দেবের সঙ্গে ছাদনা তলায় তিনি। নেটমাধ্যমে একাধিক ছবি শেয়ার করেছেন রুক্মিণী। একমাস আগে মুক্তি পেয়েছে দেব-রুক্মিণী অভিনীত ‘কিশমিশ’। রিল লাইফের বিয়ের ঝলকই নেটমাধ্যমে শেয়ার করেছেন নায়িকা। তাতে ভালোবাসা উজাড় করেছেন নেটিজেন।
একমাস ধরে ‘কিশমিশ’ ছবিকে এত ভালোবাসার জন্য দর্শককে অনেক ধন্যবাদ জানিয়েছেন রোহিণী। বধূবেশে রুক্মিণীর সঙ্গে বরবেশে স্বয়ং দেব। অভিনেতার চশমা এবং চুল দেখেই ‘কিশমিশ’-এর টিনটিন হিসেবে দর্শকের চোখে ভাসছেন তিনি। ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘টিনটিন আর রোহিনীর স্বপ্ন পূরণ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। শুভ একমাস উদযাপন ল্যাদেশ্বর। ‘কিশমিশ’ সফলভাবে প্রেক্ষাগৃহে চলছে।’ আরও পড়ুন: কালো নেটের পোশাকে ‘কিশমিশ’-এর সাক্সেস পার্টিতে রুক্মিণী, বোল্ড লুকে নায়িকা
বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করছে দেব আর রুক্মিণীর ‘কিশমিশ’। রিয়েল লাইফ জুটিকে রিল লাইফে দেখে প্রচুর ভালোবাসা উজাড় করেছেন দর্শক। প্রেমের কথা প্রকাশ্যে স্বীকার না করলেও, সোশ্যাল মিডিয়ায় তাঁদের পিডিএ নজর কাড়ে নেটিজেনের।
২০১৭ সালে রুক্মিণী মৈত্র টলিউডে পা রাখেন ‘চ্যাম্প’ দিয়ে। ওই ছবিতে দেবের সঙ্গে জুটিতে ছিলেন তিনি। এরপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ‘কিশমিশ’ ছবিতে ছয় নম্বর বার জুটি বেঁধেছেন তাঁরা। আপাতত দেব-রুক্মিণীর বিয়ে রিল লাইফে দেখেই চোখ জুড়োতে হচ্ছে ভক্তদের।
For all the latest entertainment News Click Here