লাল-কালো মাটির মিশ্রণে ইন্দোরের পিচ,কী খেল দেখাবে?টস গড়ে দিতে পারে ম্যাচের ভাগ্য
১ মার্চ থেকে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ। বর্ডার-গাভাসকর ট্রফিতে চার টেস্টের সিরিজে এখনও পর্যন্ত ভারত ২-০ তে এগিয়ে রয়েছে। তবে এই সিরিজ শুরুর আগে থেকেই পিচ নিয়ে তীব্র জলঘোলা চলেছে। প্রথমে নাগপুর এবং তার পর দিল্লি টেস্টে পিচ ছিল মুখ্য আলোচনার বিষয়। এ বার ইন্দোরের পিচ নিয়েও রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। বাড়ছে উৎকন্ঠাও।
আসলে, ইন্দোরে তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগেই পিচের ছবি প্রকাশ্যে এসে পড়েছে। সেই সঙ্গে কিছু খবরও এসেছে, যাতে প্রাথমিক ভাবে বলা হয়েছে, ইন্দোরের পিচ তৈরি করা হয়েছে লাল মাটি দিয়ে। তবে ছবিগুলি সামনে আসার পরে অনেকেরই ধারণা, পিচের কিছু অংশ কালো মাটি দিয়ে তৈরি। লাল এবং কালো মাটির মিশ্রণের তৈরি হোলকারের পিচ। আর এর পরেই এই পিচকে ঘিরে চর্চা এখন আকাশছোঁয়া।
আরও পড়ুন: জাতীয় দল থেকে বাদ পড়লে, ফের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে- শুরুতে ভয়ে থাকতেন কোহলিও
যদি লাল মাটি দিয়ে একটি পিচ তৈরি করা হয়, তবে তার উপর সাধারণত হাল্কা ঘাসও থাকে। এমন পরিস্থিতিতে, এই ধরণের পিচে বাউন্স এবং গতি দেখা যায়। যার অর্থ ফাস্ট বোলাররা এই ধরণের পিচে সহায়তা পেয়ে থাকেন। অন্যদিকে কালো মাটির পিচে বল থেমে যায়, এমন পরিস্থিতিতে টার্নিংয়ে সুবিধা পান স্পিনাররা। স্বাভাবিক ভাবে মিশ্র পিচের চরিত্র যে কী হবে, সেটাই এখন দেখার!
আরও পড়ুন: দাঁত ব্রাশেও আনন্দ খুঁজে পাচ্ছি- দুর্ঘটনার পর প্রথম সাক্ষাৎকারেই দার্শনিক পন্ত
এই পরিস্থিতিতে ইন্দোর টেস্ট ম্যাচটিতে টসও হবে গুরুত্বপূর্ণ! ম্যাচটি এখন শুরু হওয়ার অপেক্ষা। আর বিশেষ করে যেখানে পিচ নিয়ে তোলপাড় চলছে। লাল মাটির পিচ থাকলে, যে দল প্রথমে ব্যাট করবে, তারা সুবিধা পেতে পারে। কারণ ফ্রেশ পিচে বাউন্স থাকলে ব্যাটিং করা কিছুটা সহজ হবে। এমন পরিস্থিতিতে টসও এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে।
ইন্দোরে ম্যাচ শুরুর দু’দিন আগে পিচে রোলার চালিয়ে জল ছেড়ে দেওয়া হয়। এটি প্রায়শই একটি টেস্ট ম্যাচের আগে করা হয়, এখানে হোম দল নিজেদের সুবিধে মতো জল এবং রোলার ব্যবহার করতে চায়। এখন দেখতে হবে, ১ মার্চ ইন্দোরে যখন দুই দল মুখোমুখি হবে, তখন ‘পিচ জুজু’ কী রকম চরিত্রে অবতীর্ণ হয়!
For all the latest Sports News Click Here