লাল্টু-মিতালির ‘বিস্ময় বালক’ আর রিয়ালিটি শো- নিয়ে ‘হামি ২’, বড় চমক প্রসেনজিৎ
রুপোলি পর্দায় ফিরছে লাল্টু-মিতালি জুটি। তবে এবার তাঁদের নতুন সংসার। মিস্টার অ্যান্ড মিসেস মণ্ডল হিসাবে থাকছেন তাঁরা। দুই ছেলেকে নিয়ে ভরাট সংসার দুজনের। সোমবার শিশুদিবসে সামনে এল পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘হামি ২’-এর ট্রেলার। ‘হামি’র সাফল্যের পরই এই ছবির সিকুয়েলের প্রস্তুতি শুরু করেছিলেন পরিচালকদ্বয়। ফের একবার তিন খুদে শিল্পী চিনু, ভেঁপু আর রুকসানা আর রিয়ালিটি শো-এর আসল রিয়ালিটি নিয়ে বড়দিনে বড়পর্দায় ‘হামি ২’ নিয়ে আসছেন তাঁরা। হামির তিন খুদে শিল্পীর ভূমিকায় রয়েছেন ঋতদীপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা, আরিত্রিকা চৌধুরী।
টিজার, গান আগেই চমকে দিয়েছে আর এবার পালা ট্রেলারের। ঝলকেই বোঝা গেল মিষ্টি বন্ধুত্বের গল্প বলবে ‘হামি ২’, পাশাপাশি সকলকে জীবনের কিছু কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করাবে এই ছবি। এই ছবিতে থাকছে বিস্ময় বালক-বিস্ময় বালিকা এবং একটি রিয়ালিটি শো- ‘জুনিয়র পণ্ডিত’। যে শো-এর হোস্ট সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পাশাপাশি এই ছবির অন্যতম আকর্ষণ ‘নিতাই জ্যাঠা’ অঞ্জন দত্ত। ‘জীবনে বিস্ময় হতে যেও না, বিস্মিত হয়ে যাবে’- ছবির ট্রেলারে অঞ্জন দত্তর এই সংলাপ ইতিমধ্যেই মনে আঁচড় কেটেছে সবার।
কী উঠে এল ছবির ট্রেলারে?
বারবার চেষ্টা সত্ত্বেও স্কুল টিচার হতে পারল না লাল্টু মণ্ডল। হার্ডওয়ারের দোকান অবশ্য রমরমিয়ে চলছে তাঁর। কিন্তু স্বামীর এই প্রফেশন নিয়ে মোটেই খুশি নয় মিতালি। লাল্টু-মিতালির বড় ছেলে ‘বিস্ময় বালক’। নিমেষেই বড় বড় অঙ্ক কষে ফেলে সে। চাইল্ড আর্টিস্ট কোর্ডিনেটর খরাজের নজর পড়ে এই ‘বিস্ময় বালক’-এর উপর। ব্যাস ‘জুনিয়র পণ্ডিত’-এর আসরে গিয়ে রাতারাতি স্টার লাল্টু মণ্ডল পুত্র! দাদার নাম-যশ দেখে ছোটছেলের মনের প্রশ্ন, ‘দাদাভাইয়ের মতো বলতে পারব না কখনও, আমার মাথায় কি বুদ্ধি নেই?’ হঠাৎ তাঁর মন জুড়ে প্রশ্ন, দাদা অনেকটা দূরে চলে গেছে!
কিন্তু রিয়ালিটি শো-এর এই নাম-যশ সবই তো সাময়িক, সময়ের সঙ্গে মানুষ নতুন বিস্ময় খুঁজে নেয়। এটা কি বুঝতে পারবে এই খুদে মন গুলো? ‘জুনিয়র পণ্ডিত’-এর আসরে চিনুর বড় কম্পিটিটর রুকসানা। অথচ বাস্তবে এই দুই খুদের বন্ধুত্ব জমজমাট। সেটা বিশেষ পছন্দ নয় মিতালির। কিন্তু ওদের বিশ্বাস- ‘বন্ধুত্বে নো-কম্পিটশন’। তাই তো ‘সেঞ্চুরিটা হামি’ নিয়ে সব বিভেদ মুছে দিতে চায় চিনু, ভেঁপু আর রুকসানারা।
ক্রিসমাসে মুক্তি পাবে এই ছবি, ভুটু ভাইজানের মতো দর্শকরা কতটা আপন করে নেবে চিনু-ভেঁপুদের? সেটাই এখন দেখবার।
For all the latest entertainment News Click Here