‘লাভ হোস্টেল’-এর শ্যুটিং চলাকালীন ঘুমোতে পারেননি সানিয়া, রাখতে হয়েছিল মনোবিদ!
সম্প্রতি, মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘লাভ হোস্টেল’-এর ট্রেলার। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সানিয়া মালহোত্রা এবং বিক্রান্ত মাসে। পরিচালনায় শঙ্কর রামান। ছবিতে সানিয়া এবং বিক্রান্ত সদ্য বিবাহিত দম্পতির চরিত্রে দেখা যাবে।ছবিতে সদ্য বিবাহিত কাপলের চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত ও সানিয়া। যারা বাড়ির অমতে বিয়ে করেন। পরিবারের বিভেদ, জাতপাত… এসবই বড় কারণ হয়ে দাঁড়ায় তাঁদের জীবনে। বিয়ে সেরেই পুলিশের সাহায্য চান তাঁরা। সুরক্ষা দিতে এক নির্জুন হোস্টেলে তাঁদের থাকার ব্যবস্থা করে পুলিশ। আর সেখানেই বন্দুক হাতে হানা দেন অভিনেতা ববি দেওল। ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন তিনি। প্রযোজনায় গৌরী খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ় ও দৃশ্যম প্রোডাকশনস।
এবার এই ছবিতে নিজের কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে সানিয়া জানিয়েছেন যতদিন এই ছবির শ্যুটিং চলেছে, ততদিন ঠিক করে ঘুমোতে পারেননি তিনি ,শুধু তাই নয়, শ্যুটিং চলাকালীনই সেটের মধ্যেই যখন তখন আবেগপ্রবণ ভেঙে পড়েছেন তিনি। গোটা শ্যুটিং শিডিউল জুড়ে একজন মনোবিদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে গিয়েছিলেন সানিয়া। কেন? বলি-অভিনেত্রীর সাফাই, এই ছবিতে তাঁর অভিনীত চরিত্র ‘জ্যোতি’ প্রচন্ড চাপ সৃষ্টি করেছিল তাঁর মনের উপর।
সানিয়ার কথায়, ‘ছবির চিত্রনাট্য পড়ার পরপরই আমার অসুবিধে হচ্ছিল। আমার অভিনীত চরিত্র অর্থাৎ জ্যোতির সঙ্গে এতটাই একাত্ম হয়ে উঠেছিলাম যে তাঁর সব কষ্ট কখন নিজের হয়ে গিয়েছিল, টের পায়নি। গোটা ছবির শ্যুটিং জুড়েই আমার সঙ্গে এরকম হয়েছে। সেইজন্যই একজন মনোবিদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছিলাম ‘লাভ হোস্টেল’-এর গোটা শ্যুটিং শিডিউল জুড়ে।’
ছবি প্রযোজনায় গৌরী খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ় ও দৃশ্যম প্রোডাকশনস।২৫ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে জিফাইভে মুক্তি পাবে ‘লাভ হোস্টেল’।
For all the latest entertainment News Click Here