লাভ জিহাদ নিয়ে পোস্ট ৫ ছক্কা খাওয়া যশের প্রোফাইলে, পরে বললেন ‘ভুল করে হয়েছে’
‘লাভ জিহাদ’ নিয়ে একটি বিতর্কিত ইনস্টাগ্রাম স্টোরি মুছে দিলেন গুজরাট টাইটানসের খেলোয়াড় যশ দয়াল। তিনি দাবি করেছেন, ভুলবশত তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে ওই পোস্ট ভেসে উঠেছিল। ইচ্ছাকৃতভাবে ওই পোস্ট করেননি। কোনও ধর্ম বা সম্প্রদায়ের প্রতি কোনও বিদ্বেষ নেই তাঁর। সেইসঙ্গে কোনওরকম ঘৃণা না ছড়ানোর আর্জিও জানিয়েছেন টাইটানস তথা উত্তরপ্রদেশের পেসার। তবে তাতে বিতর্কে ইতি পড়েনি। যশের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনদের একাংশ। যে বাঁ-হাতি পেসারের শেষ ওভারে পাঁচটি ছক্কা মেরে আইপিএলে গ্রুপ লিগের একটি ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) জিতিয়েছিলেন রিঙ্কু সিং।
সোমবার দুপুরের দিকে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে একটি বিবৃতি পোস্ট করেন যশ। তাতে লেখা ছিল, ‘(লাভ জিহাদ নিয়ে বিতর্কিত) স্টোরির জন্য ক্ষমা চাইছি। ভুলবশত ওটা পোস্ট হয়ে গিয়েছিল। দয়া করে ঘৃণা ছড়াবেন না (হাতজোড় করার ইমোজি)। ধন্যবাদ (লাভ ইমোজি)। সমাজের প্রতিটি সম্প্রদায়কে শ্রদ্ধা করি আমি।’ ওই স্টোরিতে যশ যে বিতর্কিত ইনস্টাগ্রাম স্টোরির কথা বলেছেন, তা অবশ্য এখন দেখা যাচ্ছে না। ওই পোস্ট সম্ভবত মুছে দিয়েছেন তিনি।
কী বিতর্কিত পোস্ট করেছিলেন যশ?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্ক্রিনশটে দেখা গিয়েছে যে ‘লাভ জিহাদ’ নিয়ে একটি স্টোরি দেন যশ। তাতে এক ফেজ টুপি পরা এক ব্যক্তিকে হাঁটু মুড়ে বসে থাকতে দেখা গিয়েছে। সামনেই দাঁড়িয়ে আছেন এক তরুণী। তাঁর চোখ কাপড় দিয়ে বাঁধা। নিজের ডানহাত দিয়ে ওই তরুণীর বাঁ-হাত ধরে আছেন ওই ব্যক্তি। আর ওই ব্যক্তির বাঁ-হাতি পিছনে লুকিয়ে রাখা হয়েছে। তাতে একটা চপারের মতো বস্তু দেখা গিয়েছে।
আর তাঁদের পাশে এক মহিলার মৃতদেহ পড়ে আছে। দেহের চারপাশ রক্তে ভেসে গিয়েছে। গায়ের উপর নাম লেখা আছে ‘সাক্ষী’। আশপাশে আরও কয়েকটি ফলক দেখা গিয়েছে। প্রতিটি ফলকে লাল রঙের ছোপ আছে। প্রতিটি ফলকে নাম লেখা আছে। কোনওটায় লেখা আছে ‘ন্যায়না’, কোনওটায় লেখা আছে ‘খুশি’, কোনওটায় আবার লেখা আছে ‘রিয়া’, ‘নিকিতা’, ‘মানসী’ ,’শ্রদ্ধা’, ‘টিনা’।
সেরকম পরিস্থিতির মধ্যে ফেজ টুপি পরা ওই ব্যক্তির মাথার উপর লেখা আছে, ‘লাভ জিহাদ বলে কিছু নেই। ওগুলো সব মিথ্যা প্রচার। আমি সত্যি তোমায় খুব ভালোবাসি।’ আর চোখ বাঁধা তরুণীর পাশে লেখা আছে, ‘আমি জানি, তুমি আলাদা আবদুল। আমি তোমায় চোখ বন্ধ করে ভরসা করি।’
আরও পড়ুন: ‘তুমি চ্যাম্পিয়ন’, রিঙ্কুর কাছে টানা ৫ ছক্কা খেয়ে ভেঙে পড়লেন যশ, পেপটক KKR-র
ওই পোস্ট নিয়েই তুমুল বিতর্ক শুরু হয়। বিশেষত সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে কয়েকটি হত্যাকাণ্ডে ‘লাভ জিহাদ’-র (হিন্দুত্ববাদী একাধিক সংগঠনের দাবি, হিন্দু মেয়েদের প্রেমের জালে ফাঁসায় মুসলিম ছেলেরা, তারপর ধর্ম পরিবর্তন করানো হয় হিন্দু মেয়েদের) প্রসঙ্গ তুলে সরব হয়েছে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। সেই পরিস্থিতিতে ‘লাভ জিহাদ’ পোস্টের জেরে নেটিজেনদের একাংশের তুমুল রোষের মুখে পড়েন যশ।
আরও পড়ুন: GT vs SRH: রিঙ্কুর কাছে এক ওভারে ৫ ছক্কা হজম করার ৩৬ দিন পরে ফের মাঠে নামলেন GT -র যশ দয়াল
এক নেটিজেন বলেন, ‘উত্তরপ্রদেশ এবং গুজরাট টাইটানসের এক খেলোয়াড় যশ দয়াল এটা ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন। তারপর এটা ডিলিট করে দিয়েছেন। ওঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না? উনি কি নিজের মুসলিম ধর্মাবলম্বী সতীর্থদের ছোট করে দেখালেন না? দলগত খেলাধুলোর ক্ষেত্রে এরকম একজন ধর্মান্ধের সঙ্গে কীভাবে কাজ করে টিম ম্যানেজমেন্ট?’ তারইমধ্যে কেউ-কেউ যশের মুছে দেওয়া ইনস্টাগ্রাম স্টোরিকে সমর্থনও করেছেন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here