লাফিয়ে লাফিয়ে বাড়ছে আয়, ‘জারা হটকে জারা বাঁচকে’র ২ দিনের আয় কত হল?
করোনা পরবর্তী সময়ে বলিউডের বাজার বেশ মন্দা। বড়বড় স্টারকাস্ট থাকা সত্ত্বেও ছবি মুখ থুবড়ে পড়েছে। ভিকি কৌশলের ‘জারা হটকে জারা বাঁচকে’ আপাতত ভালোই চলছে হলগুলিতে। ছবির প্রচারে উত্তর থেকে দক্ষিণে ছুটে বেড়িয়েছিলেন সারা আর ভিকি। এসেছিলেন শহর কলাকাতাতেও। ছবিটি শনিবার ৭.২০ কোটির সংগ্রহ করেছে। যার ফলে দুই দিনের আয় গিয়ে দাঁড়িয়েছে ১২.৭ কোটিতে। এটির পরিচালনা করেছিলেন ‘মিমি’-খ্যাত লক্ষ্মণ উতরেকর। আশা করা যাচ্ছে সপ্তাহান্তে আয় দাঁড়াবে ২২ কোটিতে।
জারা হটকে জারা বাঁচকে-এর ২ দিনের সংগ্রহ:
চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ রবিবার টুইটারে ছবিটির বক্স অফিস সংগ্রহ শেয়ার করেছেন। তিনি লেখেন, ‘#ZaraHatkeZaraBachke প্রদর্শকদের জন্য স্বস্তি নিয়ে এসেছে, #Housefull বোর্ডগুলি আবার ফিরে এসেছে… দ্বিতীয় দিনে ঠিকঠাক বৃদ্ধির সাক্ষী… সপ্তাহান্তে দৃষ্টি ২২ কোটিতে, মিড-রেঞ্জ ফিল্মের জন্য যা একটি চমৎকার সংখ্যা… শুক্র ৫.৪৯ কোটি, শনি ৭.২০ কোটি। মোট- ১২.৬৯ কোটি। #ভারত বিজ। #বক্স অফিস।’
তিনি আরও যোগ করেছেন, ‘প্রথম ও দ্বিতীয় দিনে জাতীয় চেইন… পিভিআর ১.৫৪ কোটি / ২.১১ কোটি। আইনক্স: ১.১১ কোটি / ১.৫০ কোটি। সিনেপোলিস: ৭০ লাখ / ৯৪4 লাখ। মোট: ৩.৩৫ কোটি / ৪.৫৫ কোটি।’
এদিকে বক্স অফিসে এখনও চলছে দ্য কেরালা স্টোরি। তারকা মুখ না থাকলেও ছবি গল্প ও বিতর্ককে সঙ্গী করে প্রয়া ২০০ কোটির ব্যবসা করে ফেলেছে। এদিকে সপ্তাহান্তে ছবির আয় বাড়াতে অভিনব পন্থা নিয়েছিলেন নির্মাতারা। রাখা হয়েছিল একটা টিকিট কিনলে আরেকটা টিকিট ফ্রি-এর অফার। যা নিসন্দেহে ম্যাজিকের মতো কাজ করে। ‘হটকে’ এই অফারকে কাজে লাগাতে হালকা মেজাজের সিনেমাটি দেখতে বেশ ভালোই ভিড় জমান দর্শক হলে। শুক্রবারের থেকে শনিবারে টিকিট বিক্রির পরিমাণ ৪০ শতাংশর কাছাকাছি বাড়া অর্থাৎ লোকমুখে পজিটিভ রিভিউ ছড়াচ্ছে। রবিবারে ৯ কোটির কাছাকাছি আয় হতে পারে বলেও মনে করা হচ্ছে।
কপ্পু আর সৌম্যার চরিত্রে দেখা গিয়েছে ভিকি আর সারাকে। এই ছবিতেই প্রথমবার রুপোলি পর্দায় জুটি হিসাবে ধরা দিলেন সারা-ভিকি। ইন্দোরের এক কমবয়সী দম্পতির চরিত্রে। সরকারি স্কিমে বাড়ি কিনতে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। তবে সেই প্ল্যান শেষেমেশ ভেস্তে যায়। শেষপর্যন্ত কপিল আর সৌম্যা কি চিরজীবনের মতো আলাদা হয়ে যাবে নাকি ফের স্বাভাবিক হবে তাঁদের সম্পর্ক? সেই প্রেক্ষাপটেই তৈরি ‘জারা হটকে, জারা বাঁচকে’।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here