‘লাথি মেরে’ মিঠুনকে বাড়ির বাইরে বের করে দিয়েছিলেন যোগিতা বালি, কী হয়েছিল তারপর?
‘প্রজাপতি’-তে একসঙ্গে দেখা যাবে দেব আর মিঠুন চক্রবর্তীকে। আপাতত জমিয়ে সিনেমার প্রচার চালাচ্ছেন দুই সুপারস্টার। সঙ্গে চলছে একে-অপরের সঙ্গে মজার খোশগল্পও। প্রজাপতির গল্পে দেখা যাবে ছেলেকে বিয়ে করানোর জন্য পিছনে পড়ে আছে বাবা। বাস্তব জীবনেও এই একই গল্প। দেব নাকি বিয়ের কথা শুনলেই পালাচ্ছেন। দেবের বাড়ির লোক তো বটেই, মিঠুনও বলে বলে হয়রান। এমনকী রুক্মিণী নিজেও নাকি মিঠুনের কাছে দেবের এই স্বভাব নিয়ে অভিযোগ করেছে।
মিঠুনকে বলতে শোনা গেল, ‘সিনেমা একবার মুক্তি পাক না, লাঠি নিয়ে ওর পিছনে পড়ে যাব। ওর ভয় যে, ও স্টার তাই বিয়ে করলে স্টারডম চলে যাবে। আমি ওকে বোঝাই, আমাকে দেখ আমি তো বিয়ের পর স্টার হয়েছি।’ আর একথা শুনেই দেব মস্করা করে বলে, ‘সবাই তো যোগিতা বালি পায় না’! তাতে দেবকে সাবধান করে দিয়ে মিঠুন বলে ওছেন, ‘আজ তোর মৃত্যু অবশ্যম্ভাবী’। আর তাতে দেবের উত্তর, ‘আমাকেও বাস স্ট্যান্ডে দাঁড়াতে হবে’।
দেবের কথার সূত্র ধরে মিঠুনই বললেন গোটা ঘটনা। বিয়ের পর তিনবার বউ তাঁকে ‘লাথি মেরে’ বাড়ি থেকে বের করে দিয়েছে। পরে অবশ্য শুধরে বলেন, ‘লাথি মেরে মানে বাড়ির বাইরে বের করে দিয়েছিল।’ বর্ষীয়ান অভিনেতা জানান, তিনি তখন মেগাস্টার। কোথায় যাবেন বুঝতে না পেরে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়েছিলেন। আশপাশের মানুষ ঘুরেঘুরে দেখছে আর ভাবছে সত্যি মিঠুন কি না! যোগিতা এরপর নিজেই নাকি ঘণ্টাখানেক পর মিঠুনকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান।
For all the latest entertainment News Click Here