লাগাতার টিটকিরি দর্শকদের, ‘ভুল’ প্রমাণ করে উদ্ভট নাচ, রহস্য ফাঁস শ্রেয়সের
শুভব্রত মুখার্জি
পোর্ট অফ স্পেনে প্রথম একদিনের ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর মাত্র তিন রানে জিতে সিরিজে লিড নিয়েছে ভারত। প্রথম একদিনের ম্যাচে ক্যারিবিয়ান ব্যাটার সামারাহ ব্রুকসের ক্যাচ ধরার পড়ে উইকেটের উদযাপন অদ্ভূত ভঙ্গিমায় করতে দেখা গিয়েছিল শ্রেয়স আইয়ারকে। এবার তার নেপথ্য কারণ ব্যাখ্যা করলেন স্বয়ং শ্রেয়স। তিনি জানিয়ে দিলেন, বাউন্ডারির কাছে ফিল্ডিং করার সময় দর্শকদের মধ্যে থেকে বারবার তাঁকে উদ্দেশ্য করে টিটকিরি করা হচ্ছিল। বলা হচ্ছিল ক্যাচ ফেলে দিতে। আর সেই ঘটনাই চাগিয়ে দিয়েছিল শ্রেয়সকে।
মেয়ার্স এবং ব্রুকসের পার্টনারশিপে ভর করে ৩০৯ রানকে তাড়া করতে গিয়ে একটা সময় বেশ ভালো জায়গায় ছিল ওয়েস্ট ইন্ডিজ। ২৪ তম ওভারে এই জুটি ভাঙেন শার্দুল ঠাকুর। ঠাকুরের বাউন্সারে হুক মারেন ব্রুকস। তবে নিয়ন্ত্রণ না রাখতে পেরে শ্রেয়স আইয়ারের হাতে ডিপ স্কোয়ার ক্যাচ দিয়ে আউট হন। ব্রুকস করেন ৪৬ রান।
আরও পড়ুন: Virat Kohli hints at Asia Cup return: ‘যে কোনও কাজ করতে তৈরি…’, এশিয়া কাপ ও বিশ্বকাপের দলে থাকার ইঙ্গিত বিরাটের
ম্যাচ শেষে মহম্মদ সিরাজকে এক সাক্ষাৎকারে আইয়ার জানান, ‘ওঁরা (দর্শকরা) বলছিলেন, ক্যাচ ড্রপ কর ,ক্যাচ ড্রপ কর। বারবার এই কথা বলে আমায় টিটকিরি করা হচ্ছিল। তাই যখন ক্যাচটা আমার দিকে এল তখন ক্যাচটা লুফে ওদের মতো করে নাচ করতে চেয়েছিলাম।’
উল্লেখ্য ম্যাচে ৫৪ রানের একটি ইনিংস খেলেন তিনি। ভারতীয়দের মধ্যে একদিনের ক্রিকেটে কম ইনিংসে ১০০০ রান করা ক্রিকেটারদের তালিকায় প্রবেশ করেন তিনি। অধিনায়ক শিখর ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় উইকেটে ৯৪ রান যোগ করেন তিনি।
For all the latest Sports News Click Here