লাইভ শো-র মাঝে ২ বছরের বাচ্চাকে অরিজিতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা, যা করলেন গায়ক!
শুধু গান দিয়ে নয়, নিজের ব্যবহার দিয়ে লাখ লাখ মানুষের মনে জায়গা করে নিয়েছেন অরিজিৎ সিং। তাঁর এক ঝলক দেখতে পাগল হয় আট থেকে আশি। মানুষটা যদিও শুরুর থেকেই খুব সহজ-সরল জীবনে বিশ্বাসী। তাই তো ট্রেনের স্লিপার ক্লাসে বন্ধুদের সঙ্গে দলবেঁধে সারা রাত জেগে চলে যান জিয়াগঞ্জ থেকে শিলিগুড়ি। কোনও বিশেষ নিরাপত্তা ছাড়াই মানুষের মধ্যে মিশে যেতে পারেন।
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা ঔরাঙ্গাবাদের। যেখানে দেখা যাচ্ছে দর্শকদের মধ্যে থাকা একজন তাঁর দু বছরের মেয়েকে বারবার মঞ্চে গান গাইতে থাকা অরিজিতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আর ব্যাপারটা নজর এড়ায়না অরিজিতেরও। গান থামিয়ে ওই ভক্তকে সরাসরি প্রশ্ন করেন, ‘কেন তুমি ওকে ওভাবে তুলছ? উত্তর দাও আমায়। ও কিন্তু ওখানেই খুশি। এখানে আসতেও চায় না। তুমি আসতে চাও।’ এরপর নিজের মাথার দিকে ইশারা করে বুদ্ধি দিয়ে কাজ করার পরামর্শ দেন ওই ভক্তকে। নিসন্দেহে ওই বাচ্চাটি যাতে চোট না পায় তাই এমন কথা বলেন অরিজিৎ।
এক ভক্ত কমেন্ট সেকশনে লিখেছেন, ‘তুমি সারাজীবন এরকমই থেকো। কখনও বদলে যেও না। তোমার মতো মানুষ হয়তো আর কখনও আমরা পাব না।’ আরেকজন লিখলেন, ‘কী করে এত ভালো হতে পারো তুমি। একটু অহংকার নেই। কী সহজে একটা মানুষ সকলের সঙ্গে মিশে যায়।’
প্রসঙ্গত এই ঔরাঙ্গাবাদ কনসার্টেই হাতে চোট পান অরিজিৎ। যখন দর্শকাসনের একদম সামনের সারিতে দাঁড়ানো এক অতি উৎসাহী ভক্ত অরিজিতের হাত রীতিমতো মুচড়ে দেন লাইভ পারফর্মম্যান্সের সময়। তবে কথাতেই তো আছে, দ্য শো মাস্ট গো অন। স্টেজেই হাতে ব্যান্ডেজ বেঁধে বাকি সময় পারফর্ম করেন তিনি। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই অনেকেই সমালোচনায় মুখর হন ওই ঘটনার।
সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হাতে চোট পেয়েও মেজাজ হারাননি গায়ক। ভাইরাল হওয়া একাধিক ভিডিয়োতে দেখা গিয়েছে অরিজিৎ খুব শান্তভাবেই ওই মহিলাকে বলছেন, ‘আপনি যে এভাবে আমার হাত ধরে টানলেন তাতে তো আমি ব্যথা পেলাম। এখন হাত নাড়াতেও পারছি না। এবার যদি আমি গান গাইতে না পারি, তাহলে আপনারাও তো অনুষ্ঠান উপভোগ করতে পরারবেন না!’
খবর, শো শেষ করে ঔরঙ্গাবাদে চিকিৎসকের কাছে ছুটতে হয় তাঁকে। ডাক্তাররা তাঁকে ২ সপ্তাহ বিশ্রামের উপদেশ দিয়েছে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here