লস অ্যাঞ্জেলেসের বাড়িতে নিকের সঙ্গে শিবরাত্রির পুজো প্রিয়াঙ্কার, দেখুন ছবি
মা-বাবা হওয়ার পর প্রথম শিববাত্রি পালন করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং তাঁর স্বামী নিক জোনাস। বিদেশের মাটিতে, লস অ্যাঞ্জেলেসের বাড়িতে মঙ্গলবার শিবের উপাসনা করলেন এই দম্পতি। দেশি গার্লের ইনস্টাগ্রাম স্টোরিতে ফুটে উঠেছে এমনই ছবি।
ছবিতে দেখা গিয়েছে, বাড়ির শিবুের মূর্তির সামনে বসে নিক এবং প্রিয়াঙ্কা। হালক গোলাপী রঙের আউটফিট পরেছেন নায়িকা। মাথা ঢেকেছেন ওড়নায়। সাদা এথনিক পোশাক পরে নিক। দুজনের মাটিতে বসে পুজো করছেন। ছবি শেয়ার করে ক্যাপশনে দেশি গার্ল লিখেছেন, ‘মহা শিবরাত্রির অনেক শুভেচ্ছা।’
অভিনেত্রী আরও লিখেছেন, ‘হর হর মহাদেব! শুভ মহা শিবরাত্রি সকলকে, যাঁরা পালন করছ। ওম নমঃ শিবায়।’ স্বামী নিক জোনাসকেও ইনস্টাগ্রাম স্টোরিতে ট্যাগ করেছেন দেশি গার্ল। অপর ছবিটি অভিনেত্রী খুব কাছের থেকে তুলেছেন। তাঁর আউটফিটের ডিজাইন সামনে থেকে দেখা যাচ্ছে।
জানুয়ারির ২২ তারিখ, সারোগেসির মাধ্যমে বাবা-মা হয়েছেন নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া। তাঁদের কোল আলো করে এসেছে কন্যা সন্তান। নতুন মা-বাবা হিসেবে বেজায় দায়িত্ব তাঁদের। সন্তান হওয়ার সুখবর দিয়ে নিক-প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, ‘সারোগেসির মাধ্যমে আমরা আমাদের সন্তানকে স্বাগত জানাতে চলেছি। আমরা চাইছি, জীবনের এই বিশেষ সময়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন আপনারা। কারণ, এই মুহূর্তে আমরা পুরোপুরি আমাদের পরিবার নিয়ে ব্যস্ত থাকতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।’
For all the latest entertainment News Click Here