লস অ্যাঞ্জেলস থেকে ফিরছে ছেলে, আগামিকাল শেষকৃত্য বাপ্পিদার, জানাল পরিবার
জীবনকে ‘আলবিদা’ জানালেন বাপ্পিদা। চিরঘুমের দেশে আচমকাই চলে গেলেন বাপ্পি লাহিড়ি। তাঁর গান মুগ্ধ করেছে প্রজন্মের পর প্রজন্মকে। আশির দশকে হিন্দি ছবির গানের দিশা বদলে দিয়েছিলেন এই বাঙালি সংগীত পরিচালক। বুধবার সাত সকালে এই কিংবদন্তি শিল্পীর মৃত্যু সংবাদে স্তব্ধ বাপ্পিদার অনুরাগীরা।
মঙ্গলবার রাত ১১.৪৫ মিনিটে মুম্বইয়ের জুহুর এক হাসপাতালে জীবনাবসান হয়েছে বাপ্পি লাহিড়ির। আজ সকালে হাসপাতালের তরফে সংগীত শিল্পীর মৃত্যু সংবাদ জানানো হয়। বেলা গড়াতেই পরিবারের তরফে এল আনুষ্ঠানিক বিবৃতি। জানানো হয়েছে আজ নয়, বৃহস্পতিবার বাপ্পি লাহিড়ির শেষকৃত্য সম্পন্ন হবে। পরিবার জানিয়েছে, বাপ্পিদা-র একমাত্র পুত্র বাপ্পা লস অ্যাঞ্জেলস থেকে আগামিকাল (বৃহস্পতিবার) ভোরে ফিরছে। তারপরই মুম্বইয়ের পবন হংস মহাশ্মশানে অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করা হবে বাপ্পি লাহিড়ির।
আনুষ্ঠানিক বিবৃতিতে পরিবার জানিয়েছে, ‘আমাদের কাছে এটা চরম শোকের একটা মুহূর্ত। আমাদের প্রিয় বাপ্পিদা আমাদের ছেড়ে পরোলোকে পাড়ি দিয়েছেন…. ওঁনার আত্মার জন্য দয়া করে শান্তি কামনা করুন’।
গত মাসে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল বাপ্পি লাহিড়িকে। এরপর অল্প কিছু সময়ের জন্য বাড়ি ফিরেছিলেন বাপ্পিদা। কিন্তু মঙ্গলবার দুপুরে তাঁর অবস্থার দ্রুত অবনতি ঘটলে, তড়িঘড়ি ফের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্সক দীপক নমজোশি সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, ‘বাপ্পিদা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (OSA) এবং বুকে সংক্রমণে ভুগছিলেন। একটানা ২৯দিন এই নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তবে সুস্থ হয়ে ১৫ই ফেব্রুয়ারি বাড়ি ফেরেন শিল্পী। কিন্তু বাড়িতে একদিন থাকবার পরেই ওঁনার শারীরিক পরিস্থিতি ফের বিগড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ফের হাসপাতালে আনা হয়েছিল, তবে এবার আর শেষরক্ষা হল না। রাত ১১.৪৫ মিনিটে মৃত্যু হয় তাঁর। গত বছর উনি কোভিড আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকেই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় ভুগছিলেন তিনি’।
নভেম্বর মাসে ‘সারেগামাপা’র মঞ্চে হাজির হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। শেষবার তিনি প্রকাশ্যে আসেন সলমন খানের ‘বিগ বস’ ১৫-র মঞ্চে। নাতি স্বস্তিকের গান ‘বাচ্চা পার্টি’র প্রচারে সেখানে পৌঁছেছিলেন বাপ্পি লাহিড়ি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সংগীত জগতে।
For all the latest entertainment News Click Here