ললিত সমস্যা মিটিয়ে নিতে চায় না, অনেক চেষ্টা করেছি, বিস্ফোরক যতীন
৯০ এর দশকের অন্যতম বিখ্যাত সঙ্গীত পরিচালক জুটি ছিলেন যতীন-ললিত। তাঁদের একাধিক গান সুপার হিট করেছিল। জো জিতা ওহি সিকান্দর, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, কভি খুশি কভি গম, ইত্যাদির মতো একাধিক ছবির বেশ কিছু গান বলিউডের অন্যতম সেরা হিট গান ছিল বা এখনও আছে। একটি সাক্ষাৎকারে যতীন পণ্ডিত তাঁর ভাই, ললিত পণ্ডিত এবং তাঁর সম্পর্কের কথা জানালেন। ভাইয়ের সঙ্গে বহুবার সমস্যার সমাধান করে নেওয়ার করেছেন, কিন্তু ললিত তাঁকে বারবার ফিরিয়ে দিয়েছেন, এমনটাই জানান যতীন পণ্ডিত। তাঁর মতে অন্যের সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। ২০০৬ সালে তাঁরা আলাদা হয়ে যান। তাঁরা শেষবার একত্রে ফানা ছবিতে কাজ করেছিলেন। এই ছবিতে আমির খান, কাজলকে অভিনয় করতে দেখা গিয়েছিল।
২০২২ সালে একটা কনসার্টের মাধ্যমে কি তাঁদের একটা রিউনিয়ন হতে পারে না? এই প্রশ্নের উত্তরে বলিউড হাঙ্গামাকে যতীন পণ্ডিত জানান, ‘আমি এমন কোনও উদ্যোগ নিইনি, আর এই বিষয়ে আমি কিছু জানি না। আমি সবসময় রাজি আছি। কিন্তু উদ্যোগটা দু’তরফের থেকেই থাকা বা হওয়া উচিত। আমি এখন বলা ছেড়ে দিয়েছি। আগে অনেক চেষ্টা করেছি, কিন্তু আমাকে বারবার ফিরিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, সবার সিদ্ধান্তকেই সম্মান করা উচিত।’
তিনি এই বিষয়ে আরও বলেন, ‘দেখুন কেউ কখনও পার্টনারশিপের কথা ভোলে না। দুজনে এতদিন একসঙ্গে কাজ করেছি, সফলতা পেয়েছি, কিন্তু একজনের মধ্যে যদি সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা থাকে, সে বসে কথা বলে সমস্যা মেটাতে চায় তাহলেই তো হবে না। কারণ একই ভাবনা, একই জিনিস আরেকজনের মনেও থাকা উচিত। এক তরফাভাবে কিছু হয় না।’
যতীন পণ্ডিত জানান, ললিত যখন কোনও অনুষ্ঠান করেন তাঁর কোনও অসুবিধা হয় না। কিন্তু তিনি কখনই তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন না। তাঁর কাছে সব থেকে কষ্টের বিষয় যে, তাঁর ভাইয়ের ছেলে মেয়েরা পর্যন্ত তাঁর সঙ্গে কথা বলে না, খোঁজ নেয় না।
For all the latest entertainment News Click Here