‘লর্ড’ শার্দুল হলেন ‘ভাইরাস’! WTC ফাইনালে রাহানেদের ইনিংসে নেটপাড়ায় মিমের বন্যা
হারের আশঙ্কা এখনও কাটেনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে ভারত ২৯৪ রানে অল-আউট হয়ে গেল ভারত। অর্থাৎ প্রথম ইনিংসে ১৭৩ রানে পিছিয়ে আছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তবে সপ্তম উইকেটে অজিঙ্কা রাহানে এবং শার্দুল ঠাকুরের ১৪৫ বলে ১০৯ রানের জুটির সৌজন্যে লজ্জা কিছুটা কমেছে ভারতের। নাহলে ভারতে পরিস্থিতিটা আরও ভয়াবহ হতে পারত। ৫১ রান করেন শার্দুল। ৮৯ রানে আউট হয়ে যান রাহানে। তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি পড়ে গেল। এমনকী ইংল্যান্ডের রাজা হিসেবেও শার্দুলের মিম ভাইরাল হয়ে গিয়েছে। একটি ছবিতে তাঁকে তো ‘থ্রি ইডিয়টস’-র জনপ্রিয় চরিত্র ‘ভাইরাস’ হিসেবেও তুলনা করা হয়েছে।
একটি ভিডিয়ো পোস্ট করে এক নেটিজেন লেখেন, ‘এরকমভাবেই যেন ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলকে টেনে নিয়ে যাচ্ছেন অজিঙ্কা রাহানে এবং লর্ড শার্দুল ঠাকুর।’ ওই ভিডিয়োয় দেখা গিয়েছে যে ভ্যানে চাপিয়ে অসংখ্য বস্তু নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। যিনি সম্ভবত বাইক চালাচ্ছেন। আবার এক নেটিজেন বলেন, ‘ভারতের অর্থনীতিকে টেনে নিয়ে যায়। এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সত্যিই আমরা বড়।’ উল্লেখ্য, রাহানে এবং শার্দুল – দু’জনেই মহারাষ্ট্রের ছেলে। তবে রাজ্য দলে মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন না তাঁরা। দু’জনেই ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে খেলেন।
আরও পড়ুন: Kohli trolled for eating food: আউট হওয়ার পরেই খাওয়ার জন্য তুমুল ট্রোলড, একটুও পাত্তা দিচ্ছেন না, বোঝালেন বিরাট
এক নেটিজেন আবার বলিউড সিনেমা ‘রেহনা হ্যা তেরে দিল মে’-র একটি ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘আজ রক্ষাকর্তা লর্ড শার্দুল ঠাকুর।’ যে ভিডিয়োয় ওই আর মাধবনকে একেবারে স্টাইলের সঙ্গে হেঁটে আসতে দেখা গিয়েছে। একজন আবার লেখেন, ‘একমাত্র লর্ড শার্দুল ঠাকুরই ঠিক করেন যে কখন তিনি আউট হবেন।’ উল্লেখ্য, শুক্রবার প্যাট কামিন্সের বলে শার্দুলকে আউট দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু দেখা যায় যে ক্রিজের বাইরে পা পড়েছে অস্ট্রেলিয়ার অধিনায়কের। তার ফলে বেঁচে যান শার্দুল। শেষপর্যন্ত ১০৯ বলে ৫১ রান করেন। যাঁর শরীরে একাধিকবার বল আছড়ে পড়ে।
আরও পড়ুন: IND vs AUS WTC Final 2023 Live Updates: ৩০০-র দোরগোড়ায় অল-আউট ভারত, বড়সড় লিড অস্ট্রেলিয়ার
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here