লর্ডস প্রিয় মাঠ, কিন্তু এ রকম আচরণ লংরুমে- এখনও বিহ্বল খোয়াজা, ব্যবস্থা নিল MCC
বরাবরই ভদ্রতার বড়াই করে থাকে ব্রিটিশরা। কিন্তু সেটা আদৌ সত্যি, নাকি মুখোশ মাত্র। লর্ডস টেস্টে যা ঘটিয়েছেন ইংল্যান্ডের সমর্থকেরা, তাতে ব্রিটিশদের যাবতীয় অহঙ্কার চূর্ণ হয়ে যাওয়ার কথা।
অ্যাশেজের দ্বিতীয় টেস্টের সময়ে লর্ডসের লংরুমে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের গালিগালাজ করার অভিযোগ উঠেছে এমসিসি-র সদস্যদের বিরুদ্ধে। যাঁরা কিনা ইংল্য়ান্ড টিমের সমর্থকও। এমন কী উসমান খোয়াজা, ডেভিড ওয়ার্নারদের গায়ে হাত দেওয়ারও অভিযোগ রয়েছে। যে ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। পুরো ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে চূড়ান্ত বিরক্তি প্রকাশ করা হয়েছে।
একটি বিবৃতিতে প্যাট কামিন্স, স্টিভ স্মিথদের দেশের বোর্ডের তরফে দাবি করা হয়েছে, পুরো বিষয়টি নিয়ে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) কর্তৃপক্ষকে তদন্তের আর্জি জানিয়েছে তারা। তার মধ্যেই এমন অনভিপ্রেত ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিয়েছে এমসিসি কর্তৃপক্ষ। সেই সঙ্গে যাঁরা এই ধরনের লজ্জাজনক কাজের সঙ্গে জড়িত রয়েছেন, তাঁদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে। এমসিসি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এই ধরনের ঘটনা মোটেও বরদাস্ত করা হবে না।
ইংল্যান্ডের ব্যাটার জনি বেয়ারস্টোর বিতর্কিত আউট নিয়েই এই ঝামেলার সূত্রপাত। যা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে বিশ্ব ক্রিকেট মহলে। তবে এই ঘটনার জন্য নিজের প্রিয় মাঠ লর্ডসে এমন অবাঞ্ছিত ঘটনার সম্মুখীন হতে, ভাবতে পারেননি খোয়াজা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘লর্ডস আমার প্রিয় স্টেডিয়ামগুলির মধ্যে একটি। এখানে সব সময়ে সম্মানই পেয়েছে। এখানকার সমর্থকদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা ছিল। কিন্তু রবিবার যা হল তা মেনে নেওয়া যায় না। ইংল্যান্ডের সমর্থকেরা যে ভাষায় কথা বলছিল, তা খুবই অসম্মানের। আমি সেটা মেনে নিতে পারিনি। তাই প্রতিবাদ করেছি। ওরা অন্যায় ভাবে আমাদের উপর দায় চাপাচ্ছিল। সেটা ঠিক নয়। এটা সত্যিই হতাশাজনক ছিল।’
খোয়াজার স্পষ্ট বক্তব্য, মাঠের কোন ঘটনার জন্য আম্পায়াররা রয়েছেন। ম্য়াচ অফিসিয়ালরা রয়েছেন। তাঁরাই সিদ্ধান্ত নেন। ক্রিকেটারেরা খুব বেশি হলে আবেদন করতে পারেন। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারেন না। খোয়াজার দাবি, ‘আম্পায়াররা মাঠে সিদ্ধান্ত নেন। যদি তাঁর মতে হত, অ্যালেক্স ক্যারি যে ভাবে আউট করেছে, সেটা বৈধ নয়, তা হলে আউট দিতেন না। কিন্তু আম্পায়ার আউট দিয়েছেন। চতুর্থ দিনও তো মিচেল স্টার্কের ক্যাচ নিয়ে আমরা আম্পায়ারের সিদ্ধান্তের সঙ্গে এক মত হতে পারিনি। কিন্তু সিদ্ধান্ত মানতে হয়েছে। এটাই তো ক্রিকেট।’
এ দিকে ক্রিকেট অস্ট্রেলিয়া একটি বিবৃতিতে জানিয়েছে, ‘লর্ডস টেস্টের পঞ্চম দিন লং রুমে দর্শকদের সঙ্গে ক্রিকেটারদের যে বিবাদ হয়েছে, তার নিন্দা করছি আমরা। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের কাছে আবেদন করছি, ঘটনার তদন্ত করা হোক। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের হেনস্থা করা হয়েছে। ধাক্কা পর্যন্ত দেওয়া হয়েছে। এটা মেনে নেওয়া যায় না।’
ক্রিকেট অস্ট্রেলিয়া এই ঘটনার জন্য তদন্তের দাবি করার পর, এমসিসি-ও তৎপর হয়েছে। এবং এই ঘটনায় যুক্ত তিন সদস্যকে সাসপেন্ড করেছে তারা। তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত, তাঁরা এমসিসি-তে ফিরতে পারবেন না।
এমসিসি এক বিবৃতিতে বলেছে, ‘লং রুম লর্ডসের ঐতিহ্য। পঞ্চম দিন সকালের পর থেকে মাঠের উত্তাপ গ্যালারিতে ছড়িয়েছিল। দুর্ভাগ্যজনক ভাবে এমসিসি-র কয়েক জন সদস্য অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে খারাপ ব্যবহার করে। তার জন্য আমরা অস্ট্রেলিয়া দলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
For all the latest Sports News Click Here