লর্ডসে ক্রাচ হাতে নাথান লিয়ন! দ্বিতীয় টেস্টের মাঝেই অস্ট্রেলিয়া শিবিরে বড় বিপদ
২০২৩ সালের অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের সময় বড় ধাক্কা খেয়েছে টিম অস্ট্রেলিয়া। দলের তারকা স্পিনার নাথান লিয়ন চোটের কারণে চলতি টেস্ট থেকে ছিটকে গেলেন এবং অ্যাশেজ সিরিজের বাকি ম্যাচগুলোতে আর তিনি অংশ নিতে পারবেন কিনা তা আগামী সময়েই জানা যাবে এবং এই বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া পরে সিদ্ধান্ত নেবে। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে চলতি টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে চোট পান নাথান লিয়ন, এরপরেই মাঠ ছাড়তে হয় তাঁকে।
ম্যাচের তৃতীয় দিনে, ক্রাচের সাহায্যে লর্ডসের ক্রিকেট গ্রাউন্ডে পৌঁছেছিলেন নাথান লিয়ন এবং তখন তাঁকে দেখেই বোঝা গিয়েছিল যে তিনি এই টেস্টে খুব কমই অংশ নিতে পারবেন। এই টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে নাথান লিয়ন ১৩ ওভার বোলিং করেছিলেন তিনি এবং এই সময় তিনি ৩৫ রানে এক উইকেট নিয়েছিলেন। জ্যাক ক্রাউলিকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছিলেন নাথান লিয়ন।
এই ম্যাচে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪১৬ রান করে এবং এর জবাবে ইংল্যান্ড দল ৩২৫ রানে গুটিয়ে যায়। এই টেস্ট ম্যাচটি লিয়নের জন্য খুবই বিশেষ ছিল, কারণ এটি ছিল তাঁর টানা ১০০তম টেস্ট ম্যাচ। লিয়নই প্রথম স্পেশালিস্ট বোলার যিনি টানা ১০০তম টেস্ট ম্যাচ খেলেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার মতে, লিয়নের কাফে বেশি স্ট্রেন রয়েছে এবং এই ম্যাচের পর তাঁর পুনর্বাসনের জন্য সময় লাগবে। এই ম্যাচ শেষে পরবর্তী ম্যাচের জন্য তাঁর প্রাপ্যতা সম্পর্কে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
লর্ডসে লিয়ন না খেলায় অস্ট্রেলিয়ার কাছে এখন মাত্র তিনজন বিশেষজ্ঞ বোলার রয়েছে। মিচেল স্টার্ক, জোশ হ্যাজেলউড এবং প্যাট কামিন্স। এ ছাড়া ক্যামেরন গ্রিন একজন অলরাউন্ডার হলেও তিনি একজন পেসারও। এই টেস্ট থেকে লিয়নের ছিটকে যাওয়ার ফলে চাপে পড়বে টিম অস্ট্রেলিয়া। এমন অবস্থায় স্পিন বোলিংয়ের অভাব পূরণ করতে স্টিভ স্মিথকে দেখা যাবে।
ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বিবৃতিতে বলেছে, ‘লর্ডস টেস্ট শেষ হওয়ার পর লিয়নের পুনর্বাসনের প্রয়োজন হবে। সিরিজের বাকি ম্যাচগুলোতে তাঁর খেলার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’ ম্যাচের তৃতীয় দিনে লিয়ন লর্ডসে পৌঁছালে প্রতিপক্ষ দলের অধিনায়ক বেন স্টোকস তাঁর সঙ্গে দেখা করতে আসেন। তিনি লিয়নের চোট নিয়ে প্রশ্ন করেন। এবং তাকে সান্ত্বনা দেন। শুক্রবার সকালে লিয়ন তাঁর স্পিন বোলিং ব্যাক-আপ টড মার্ফির সঙ্গে কথা বলে সময় কাটিয়েছেন। এ বছর ভারত সফরে ভালো করেছেন মার্ফি। তিনি আগামী সপ্তাহে হেডিংলিতে খেলবেন বলে আশা করা হচ্ছে। লিয়নের জায়গায় অজি দলে ঢোকার ক্ষেত্রে মিচেল সোয়েপসন এবং ম্যাথিউ কুনম্যানের মধ্যেও প্রতিদ্বন্দ্বীতা হতে পারে বলে মনে করা হচ্ছে।
For all the latest Sports News Click Here