লর্ডসের মাঠে বিক্ষোভকারীদের প্রতিবাদ! চটল MCC, প্রকাশ করল বিবৃতি
বুধবার (২৮ জুন) থেকে শুরু হয়েছে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি। এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে লন্ডনের ঐতিহাসিক লর্ডসের মাঠে। এই ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। এই ম্যাচের শুরুতেই ‘জাস্ট স্টপ অয়েল’ গ্রুপের দুই প্রতিবাদকারী মাঠে ঢুকে পিচ নষ্ট করার চেষ্টা করেন। বিক্ষোভকারীরা কমলার গুঁড়ো মাঠে ছুঁড়ে দেওয়ার চেষ্টা করলেও খেলোয়াড়রা তাদের বাধা দেন। এরফলে বিক্ষোভকারীরা তাদের কাজে সফল হতে পারেননি। ইংল্যান্ডের উইকেটরক্ষক জনি বেয়ারস্টোতো একজন প্রতিবাদকারীকে বগল দাবা করে তুলে নিয়ে যান এবং মাঠের বাইরে বের করে দিয়ে আসেন। চ্যাংদোলা করে ৫০ মিটার নিয়ে যান বেয়ারস্টো। এরপর সেই বিক্ষোভকারীকে নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেন ইংল্যান্ডের উইকটেরক্ষক-ব্যাটার।
দ্বিতীয় প্রতিবাদকারীকে থামিয়ে দিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস এবং অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। এই ঘটনার ভিডিয়ো এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর ভাইরাল হচ্ছে। পরিবেশের জন্য কাজ করা এই বিক্ষোভকারীদের লক্ষ্য ব্রিটিশ সরকারকে লাইসেন্স দেওয়া এবং নতুন জ্বালানী উৎপাদন বন্ধ করা। লর্ডসে বিক্ষোভকারীদের প্রবেশের নিন্দা করেছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। জানিয়ে দেওয়া যাক যে MCC হল ক্রিকেটের আইনের রক্ষক এবং লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের পরিচালনাও করে MCC।
এমসিসি এক বিবৃতিতে বলেছে যে মেরিলেবোন ক্রিকেট ক্লাব আজকের ম্যাচে পিচ আক্রমণকারী এবং সেই কাজের সঙ্গে জড়িত প্রতিবাদকারীদের আচরণের তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতি MCC বলেছে, ‘MCC আজকের পিচ অনুপ্রবেশকারী এবং এর সঙ্গে জড়িত প্রতিবাদকারীদের আচরণের সম্ভাব্য তীব্রতম ভাষায় নিন্দা জানাচ্ছে। তাদের ক্রিয়াকলাপ শুধুমাত্র নিজেদের এবং যারা মাঠে কাজ করে তাদের বিপদের মুখে ফেলেছে। তারা ক্রমাগতভাবে সেই সমস্ত লোকদের প্রতি সম্পূর্ণ অবহেলা দেখিয়েছে যারা ইভেন্টে যোগদানের জন্য অর্থ প্রদান করে, শুধু এখানে লর্ডসে নয়, সারা দেশের অন্যান্য খেলাতেও এটা দেখা গিয়েছে।’
MCC বলতে চেয়েছে তারা বিক্ষোভকারীদের কর্মকাণ্ড কেবল তাদেরই বিপদে ফেলেনি, মাঠে কাজ করা ব্যক্তিদেরও বিপদে ফেলেছে। তাঁরা ক্রমাগতভাবে তাদের প্রতি সম্পূর্ণ অবহেলা দেখিয়েছেন যারা শুধু লর্ডসেই নয়, সারা দেশের অন্যান্য খেলার স্থানগুলিতে ইভেন্টে যোগদানের জন্য অর্থ প্রদান করে। এদিকে, লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।’ ‘জাস্ট স্টপ অয়েল’ গ্রুপের বিক্ষোভকারীরা এ বছর ব্রিটেনে বেশ কয়েকটি ক্রীড়া ইভেন্ট ব্যাহত করেছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট চলাকালীন ইংল্যান্ডের টিম বাস অবরোধ করেছিলেন বিক্ষোভকারীরা। এছাড়াও ‘জাস্ট স্টপ অয়েল’ গ্রুপের বিক্ষোভকারীদের জন্য প্রিমিয়ার লিগ ফুটবল, প্রিমিয়ারশিপ রাগবি ফাইনাল, ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়নশিপ ব্যাহত হয়েছে।
For all the latest Sports News Click Here