লম্বা চুল সঙ্গে গোঁফ-দাড়ি, সুইমিং পুলে এ কেমন চেহার! সারাকে দেখে অবাক নেটপাড়া…
পরনে সাঁতারুর পোশাক, মাথা ভর্তি লম্বা চুল, সঙ্গে গোঁফ ও চাপ দাড়ি। সুইমিং পুলে নেমে দাঁড়িয়ে রয়েছেন সারা আলি খান। সিনেমা নির্মাতা হোমি আদাজানিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে নিজের এমনই একটা অদ্ভুত ছবি পোস্ট করেছেন সারা আলি খান। কারণ, ছবিটি তুলেছেন হোমি আদাজানিয়া। আর সেকারণেই এই ছবির মাধ্যমে হোমিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
যদিও সারার এই পোস্টের উত্তরে পরিচালক হোমি সইফ কন্যাকে ‘বোকা’র তকমা দিয়েছেন। এছাড়াও সারা আরও একটি ছোট ভিডিও শেয়ার করেছেন যেখানে তাঁকে হোমি আদাজানিয়ার সঙ্গে মিলে পুশআপ করতে দেখা গেছে। এই ভিডিয়োর মাধ্যমে সারা হোমিকে সবসময়ের জন্য ফিট ও অনুপ্রেরণা হয়ে থাকতে পরামর্শ দিয়েছেন। উত্তরে হোমি মজা করে বলেছেন, ‘কাজ করো বন্ধু’। প্রসঙ্গত, সারা আলি খানকে হোমি আদাজানিয়ার পরবর্তী ছবি ‘মার্ডার মুবারক’-এ দেখা যাবে।
তবে শুধু সারা নন, হোমির ছবি শেয়ার করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন হুমা কুরেশি, এছাড়াও রাধিকা মদনও পরিচালকের পরচুলা পরা একটি মজার ছবি পোস্ট করেছেন। পরিচালকের ‘আংরেজি মিডিয়াম’ ছবিতে অভিনয় করেছিলেন রাধিকা। এছড়াও ফিল্ম ইন্ডাস্ট্রির বহু তারকাকেই হোমি আদাজানিয়াকে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে। প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে কস্টিউম ডিজাইনার আনিতা শ্রফকে বিয়ে করেছেন হোমি। ‘ককটেল’, ‘ফাইন্ডিং ফ্যানি’ এবং ‘অ্যাংরেজি মিডিয়াম’-এর মতো সিনেমা বানিয়েছেন হোমি। তবে শুধু সিনেমা বানানোই নয়, হোমি আদাজানিয়া একজন ভালো ফুটবলার। অনেকেই হয়ত জানেন না অল্প বয়সে বোম্বে জিমখানা রাগবি ফুটবল দলের হয়ে খেলতেন।
এদিকে সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু পোস্ট করতে থাকেন সারা আলি খান। সম্প্রতি ঠাকুমা শর্মিলা ঠাকুরের সঙ্গে ছবি পোস্ট করে সারা লিখেছিলেন, ‘মেরে সপ্নো কি রানি’। বলেন, শর্মিলা তাঁর দেখা সবথেকে আশ্চর্যজনক ঠাকুমা। প্রসঙ্গত, খুব শীঘ্রই শর্মিলাকে দেখা যাবে ‘গুলমোহর’- ওয়েব সিরিজে। ২০১০-এ ‘ব্রেক কে বাদ’-এর পর ফের একবার পর্দায় ফিরছেন শর্মিলা। রাহুল ভি চিত্তেল্লা পরিচালিত এই ওয়েব সিরিজে শর্মিলা ছাড়াও রয়েছেন মনোজ বাজপেয়ী, অমল পালেকার, সুরজ শর্মা, সিমরান ঋষি বাগ্গা এবং কাবেরী শেঠ।
For all the latest entertainment News Click Here