লন্ড্রি থেকে জামা এনে ট্যাগ খুলতে ভুলে গেলেন করণ! ফারাহ খোঁচায় বললেন, ‘ফ্যাশন’
আবার মজায় মেতে উঠেছেন করণ জোহর এবং ফারহা খান। সম্প্রতি তাঁদের লস অ্যাঞ্জেলেসের রাস্তায় দেখা গিয়েছে। মিউজিক কম্পোজার শেখর রাভজিয়ানির সঙ্গে তাঁরা সেখানে আছেন এখন। কিন্তু হলে কী হবে সেখানে গিয়েও তাঁরা একে অন্যকে নিয়ে মজা করতে ছাড়ছেন না। ফারহা সম্প্রতি একটি মজার ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে তাঁদের একে অন্যের পোশাক নিয়ে মজা করতে দেখা যায়। ফারহা তাঁর সোশ্যাল মিডিয়ার পোস্টে লেখেন, ‘যখন করণ ফারহার দেখা হল।’ তিনি এই পোস্টে লেখেন, ‘করণ জোহর ধন্যবাদ লস অ্যাঞ্জেলেসে একটি সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য।’
ভিডিয়োতে দেখা যায় ফারহা এবং করণ একে অন্যের সঙ্গে মশকরা করছেন লস অ্যাঞ্জেলেসের রাস্তায়। যখন ফারহা করণকে জিজ্ঞেস করেন তিনি শহরে কী করছেন তখন করণ তাঁকে বলেন তিনি ফারহাকে বেভারলি হিলসে দেখে অবাক হয়ে গিয়েছেন। এরপরই তিনি বন্ধু লাল ব্লেজার এবং শার্ট নিয়ে মজা করে বলেন, ক্রিসমাস আসতে এখনও ঢের দেরি আছে। তখনই ফারহা তাঁকে খোঁচা দিয়ে বলেন, ‘তোমার হাতে কী এটা লন্ড্রির ট্যাগ?’ করণ তাঁকে বলেন এটা ফ্যাশন।
এরপর করণ ফারহার ব্যাগ নিয়ে মজা করে বলেন এখন বিচে যাবে নাকি? উত্তর তিনি বলেন হ্যাঁ, বিচে (beach) বিচের (B*tch) সঙ্গে দেখা করতে যাব। দুজনকেই এভাবে খুনসুটিতে মেতে উঠতে দেখা যায়।
সানিয়া মির্জা তাঁদের এই পোস্টে কমেন্ট করেন। তিনি লেখেন, ‘ভীষণ ন্যাচরাল অ্যাক্টিং।’ অভিনেত্রী অঙ্গীরা ধর এখানে কমেন্ট করে লেখেন, ‘হাহা, নুডুলস নাকি!’ এক ভক্ত লেখেন, ‘আপনাদের কমেডির সামনে সব ফেল করে যায়।’ আরেকজন লেখেন, ‘শাহরুখ এবং কাজলকে সরিয়ে সহজেই কুছ কুছ হোতা হ্যায়তে করণ এবং ফারহা অভিনয় করতে পড়েন।’
করণ বর্তমানে তাঁর আগামী ছবি রকি অর রানি কী প্রেম কাহানি নিয়ে ব্যস্ত আছেন। এই ছবিটি ২৮ জুলাই মুক্তি পেতে চলেছে। রণবীর সিং, আলিয়া ভাট, জয়া বচ্চন, ধর্মেন্দ্র, প্রমুখকে দেখা যাবে এই ছবিতে।
For all the latest entertainment News Click Here