লন্ডনে হলিউড ছবির শ্যুটে ব্যস্ত! দুই বলিউড-বন্ধুর সাক্ষাতে আপ্লুত আলিয়া
লন্ডনে শ্যুটিংয়ে ব্যস্ত আলিয়া ভাট। ব্যস্ত রুটিনের ফাঁকেই ঘনিষ্ঠদের সঙ্গে সাক্ষাৎ, আড্ডা। লেন্সবন্দি হচ্ছে মুহূর্তরা। তার সাক্ষী হবু মায়ের অনুরাগীরা।
একা আলিয়া নন, এই মুহূর্তে সেই দেশে দিন কাটছে বলিউডের একাধিক তারকার। সম্প্রতি একটি ছবি পোস্ট করেন পোশাক শিল্পী মনীশ মালহোত্র। সেখানে তাঁর সঙ্গী আলিয়া এবং পরিচালক করণ জোহর। রণবীর-ঘরনির পরনে ধবধবে সাদা শার্ট। চোখে কালো চশমা। দুই বন্ধুর সান্নিধ্যে মুখে উজ্জ্বল হাসি।
মঙ্গলবার মুম্বইয়ের এক সংবাদ সংস্থা লেখে, ‘জুলাই মাসে শ্যুটিং থেকে ফিরবেন আলিয়া। স্ত্রী আনতে লন্ডন যেতে পারেন রণবীর।’
এই লেখা দৃষ্টিগোচর হতেই বেজায় চটলেন আলিয়া। ক্ষোভ উগরে দিয়ে তিনি লেখেন, ‘এখনও পুরুষতান্ত্রিক সমাজে বাস করছি আমরা। আমি নারী, কোনও দ্রব্য নই যে আমাকে তুলতে বা আনতে আসতে হবে।’
লন্ডনে ‘দ্য হার্ট অব স্টোন’-এর শ্যুট করছেন আলিয়া। এই ছবির হাত ধরেই হলিউডে হাতেখড়ি হবে তাঁর। দূর দেশে কাছের মানুষ! এমন সুযোগ কি ছাড়া যায়? কাজের ফাঁকেই তাই মনীশ-করণের সঙ্গে সাক্ষাৎ।
এই মুহূর্তে স্বামী সইফ আলি খান এবং দুই পুত্রের সঙ্গে সেখানেই ছুটি কাটাচ্ছেন করিনা কাপুর খান। তাঁর সঙ্গেও দেখা করেছেন মনীশ। ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে নিজস্বী তুলে ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন বলিউডের নামী এই পোশাক শিল্পী। এ ছাড়াও সেখানে টুইঙ্কল খন্না এবং গৌরী খানের সঙ্গেও সাক্ষাৎ হয় তাঁর।
For all the latest entertainment News Click Here