লন্ডনে বিভ্রাট! ঋতাভরী নাকি পায়েল! কে হচ্ছেন জিতুর ‘আপনজন’?
লন্ডনে চলছে বাংলা ছবি ‘আপনজন’-এর শ্যুটিং। ছবির পরিচালক অংশুমান প্রত্যুষ। কিন্তু লন্ডনে গিয়েই গন্ডোগোল। শোনা যাচ্ছে, হঠাৎই নাকি বদলে গিয়েছে ছবির নায়িকা! কিন্তু কেন?
গত মে মাসের মাঝামাঝি লন্ডনে গিয়েছিলেন জিতু কমল ও ঋতাভরী চক্রবর্তী। অংশুমান প্রত্যুষের এই ছবিতে প্রথমবার জুটি বাঁধার কথা ছিল তাঁদের। কলকাতায় ছবির মহরতের সময়ও ছিলেন জিতু ও ঋতাভরী। তবে লন্ডনে গিয়ে হঠাৎই বদলে গেল ছবির নায়িকা! ঋতাভরী নয়, জিতুর বিপরীতে নাকি অভিনয় করছেন পায়েল সরকার। এসকে মুভিজ প্রযোজিত এই ছবিতে বিশেষ একটা চরিত্রে অভিনয় করার কথা ছিল পায়েলের। কিন্তু লন্ডনে গিয়ে যত গোল বাঁধে।
ঠিক কী ঘটেছে?
আনন্দবাজারের প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে, চোখের সমস্যার জন্য ঋতাভরী ছবির শ্যুটিং করতে পারেননি। ‘হাতের পাঁচ’ হিসাবে ছিলেন পায়েল। আর সেখানেই নাকি তড়িঘড়ি সিদ্ধান্ত বদলে তাঁর জায়গায় পায়েলকে দিয়ে অভিনয় করানো হচ্ছে। এবিষয়ে ঋতাভরী চক্রবর্তী আনন্দবাজারকে জানান, তাঁর চোখের সমস্যা হওয়ায় তিনি সেসময় শ্য়ুটিং করতে পারেননি। আর ছবিতে অন্য একটি চরিত্রে পায়েল সরকার আগে থেকেই ছিলেন। তবে অংশুমান প্রত্যুষের ছবিতে তিনি আর জিতু জুটি বাঁধছেন, এজন্য অগস্টে প্রযোজনা সংস্থার তরফে সময়ও নিয়ে রাখা হয়েছে। লন্ডনের শ্যুটিং হবে। তবে সেটি ‘আপনজন’ নাকি অন্যকোনও ছবির সেবিষয়টি খোলসা করেননি ঋতাভরী। তাই ধোঁয়াশা রয়েই গিয়েছে।
আরও পড়ুন-‘কাস্টিং কাউচে ‘না’ বলেন এমনও যেমন আছেন আবার অনেকেই এতে স্বচ্ছন্দ’! বিস্ফোরক শরমন
আরও পড়ুন-শাহিদের মাকে ছেড়ে আমায় বিয়ে! মা খালি বলতেন পঙ্কজ তোমাকেও ছেড়ে যাবে: সুপ্রিয়া
এদিকে আবার পায়েল সরকার জানিয়েছেন, ‘জিতুর সঙ্গে এই ছবিতে অন্য নায়িকার কাজ করার কথা ছিল, আমি প্রস্তাব পেয়েছি পরে।’ তাই পায়েলের কথায় স্পষ্ট তিনি ‘আপনজন’-এ অভিনয় করেছেন। এদিকে অংশুমান প্রত্যুষের আরও একটি ছবির ‘বাবুসোনা’র জন্য আগে থেকেই লন্ডনে ছিলেন পায়েল। যে ছবির শ্যুটিং ‘আপনজন’-এর আগেই হয়েছে। তাই দুই ছবির শ্যুট সেরে লন্ডন থেকে দেশে ফিরেছেন পায়েল। তবে ঋতাভরী নাকি পায়েল কে ‘জিতু’র ‘আপনজন’? এবিষয়ে ছবির পরিচালক, প্রযোজকরা এখনও কিছু জানাননি।
For all the latest entertainment News Click Here