লন্ডনে ‘দ্য রোলিং স্টোনস’ কনসার্টে সইফ-করিনা-তৈমুর! ধরা দিলেন ম্যাচিং টি-শার্টে
লন্ডনে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী করিনা কাপুর খান। স্বামী সাইফ আলি খান, দুই ছেলে তৈমুর এবং জেহ সঙ্গে লন্ডনে দুর্দান্ত সময় কাটছে অভিনেত্রীর। লন্ডন ভ্রমণের একাধিক ছবি নেটমাধ্যমের পাতায় ভেসে উঠছে বেবোর।
কালো একই রঙের টি-শার্টে ধরা দিয়েছেন করিনা-তৈমুর এবং সইফ। স্বামী-ছেলের সঙ্গে পোজ দিয়ে ছবিও তুলেছেন করিনা। ছবিতে ডেনিম জিনসের সঙ্গে কালো টি-শার্ট এবং লেদারের জ্যাকেট পরেছেন অভিনেত্রী। সইফও জিনসের প্যান্ট, কালো টি-শার্টের উপর লেদারের জ্যাকেটে ধরা দিয়েছেন। করিনা-তৈমুর একই লোগো দেওয়া টি-শার্ট পরেছেন।
প্রত্যেকের টি-শার্টে ‘দ্য রোলিং স্টোনস’ ব্যান্ডের লোগো রয়েছে। লন্ডনের হাইড পার্কে অনুষ্ঠিত রোলিং স্টোনস কনসার্টে যোগ দিয়েছিলেন তাঁরা। ইনস্টাগ্রাম স্টোরিতে সইফ-তৈমুরের সঙ্গে এই ছবি শেয়ার করেছেন করিনা-
আরও পড়ুন: কেক, চকলেট, বিরিয়ানি.. জন্মদিনের শুরুটা কচিকাঁচাদের সঙ্গে দুর্দান্ত কাটল ঋতাভরীর
উল্লেখ্য, সুজয় ঘোষের ‘ডিভোশন অফ সাসপেক্ট এক্স’ (Devotion of Suspect X) সিরিজ দিয়েই ওটিটিতে ডেবিউ করছেন করিনা। সদ্য ছবির শ্যুটিং শেষ করেই লন্ডনে উড়ে গিয়েছেন বেবো। করিনা, বিজয় ভার্মা এবং জয়দীপ আহলাওয়াত অভিনীত সিনেমাটি পরিচালনা করছেন সুজয় ঘোষ।
এছাড়া করিনাকে শীঘ্রই আমির খান, নাগা চৈতন্য এবং মোনা সিংয়ের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা যাবে। ছবিটি টম হ্যাঙ্কসের ১৯৯৪ সালের সিনেমা ফরেস্ট গাম্পের অফিসিয়াল রিমেক। অদ্বৈত চন্দন পরিচালিত এই ছবি ১১ অগস্ট সিনেমা হলে মুক্তি পাবে।
অন্যদিকে, অ্যাকশন-থ্রিলারধর্মী ছবি ‘বিক্রম বেদা’-র শ্যুটিং শেষ করেছেন সইফ। ছবিতে সইফের পাশাপাশি রয়েছেন হৃতিক রোশন। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘বিক্রম বেদা’র পুনর্নিমাণ এই ছবি। দক্ষিণী ছবিটিতে পুলিশ এবং চোরের ভূমিকায় অভিনয় করবেন যথাক্রমে আর মাধবন এবং বিজয় সেতুপতি। এই ছবিতে চোরের ভূমিকায় রয়েছেন হৃতিক, পুলিশের ভূমিকায় সইফ। দুই ছবিই পরিচালনা করেছেন গায়ত্রী এবং পুষ্কর। মুক্তির অপেক্ষায় এই ছবি।
For all the latest entertainment News Click Here