লন্ডনে আরও কাছাকাছি লাভ বার্ডস রণবীর-আলিয়া! ছুটির মেজাজে নতুন মা-বাবা, রাহা আছে?
মা হওয়ার পর আলিয়ার প্রথম ভ্যাকেশন। আপাতত রণবীর কাপুর আর আলিয়া ভাট রয়েছেন লন্ডনে। একান্তে সময় কাটানোর পাশাপাশি কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ারও করে নিয়েছেন নতুন মাম্মা। যদিও একটা ছবিতে আলিয়ার সঙ্গে দেখা গেল তাঁর দিদি শাহিনকেও।
‘LDN 2023’ ক্যাপশনে ছবিগুলি শেয়ার করে নিয়েছেন মহেশ কন্যা। একটি ছবিতে তাঁকে দেখা গেল রণবীরের কোমর জড়িয়ে একটি ফাঁকা রাস্তায় হেঁটে চলেছেন। আরেকটা ছবিতে সাদা পুলওভার পরা আলিয়া কোনও ক্যাফে বা রেস্তোরাঁর ভিতরে। তৃতীয় ছবিটি লিকের ধারে, আলিয়ার হাতে কফি। চার নম্বর ছবিটি সাইকেল চালানোর, খুব সম্ভবত তা রণবীর, পরের ছবিতে তিনি আর শাহিন। একেবারে শেষ ছবিতে ‘so tiny london’ ক্যাফের ছবি দিয়েছেন তিনি।
৩০তম জন্মদিন উপলক্ষেই লন্ডনে সপরিবারে নতুন মাম্মা। সঙ্গে রাহা থাকলেও মেয়ের ছবি সামনে আনেননি।
আলিয়ার এই পোস্টে কমেন্ট করলেন সোনমের দিদি রিয়া। লিখলেন ‘লুকিং গুড’। আলিয়ার এক ভক্ত মন্তব্য করেছেন, ‘তুমি চকচক করছ। এটা কি তাহলে মাতৃত্বের আভা?’ তৃতীয়জন লিখলেন, ‘পিছন থেকেই না হয় একটু রাহাকে দেখাতে। বড্ড কঠোর তুমি।’
প্রসঙ্গত, বিরাট আর অনুষ্কার মতো ‘নো ফটো অফ বেবি’ পলিসিতে গিয়েছেন রণবীর আর আলিয়াও। শুধু যে আলিয়ার তরফে সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করা হয়েছে সকলকে অনুরোধ জানিয়ে তেমন নয়, সকল পাপারাৎজিদের বাড়িতে ডেকেও সামনাসামনি অনুরোধ করেছেন রালিয়া জুটি যাতে তাঁরা রাহার ছবি না তোলে। এমনকী সেইসময় রণবীর ফোন থেকে রাহার ফোটো বের করে দেখায়ও উপস্থিত ফোটগ্রাফারদের।
এরই মাঝে এক পাপারাৎজি তারকা দম্পতির বাড়ি বাস্তুর উলটোদিকের বাড়ির ছাদে উঠে ক্যামেরাবন্দি করার চেষ্টা করে আলিয়া ও তাঁর মেয়েকে। সেই ফুটেজ সামনে আসতেই উষ্মা প্রকাশ করেন আলিয়া। দিনকয়েক পর রণবীর জানিয়ে দেন যে মিডিয়া হাউজ এমনটা করেছে তাঁদের বিরুদ্ধে গোপনীয়তা আইনে তিনি মামলা করবেন।
আপাতত, বক্স অফিসে রণবীরের তু ঝুটি ম্যায় মক্কার চলছে বক্স অফিসে। বেশ ভালোই ব্যবসা করেছে ছবিখানা। পেরিয়ে গিয়েছে ১০০ কোটির ঘর। এরপর রণবীরকে দেখা যাবে অ্যানিমেল-এ। যার শ্যুট লন্ডনে ও ইউরোপের কিছু অংশেই হওয়ার কথা আছে।
অন্য দিকে, আলিয়া সদ্য কাজ শেষ করলেন রণবীর সিং-এর সঙ্গে রকি অর রানি কি প্রেম কাহানি-র। এরপর তাঁর হাতে আছে সঞ্জয় লীলা বানসালির ‘বাইজু বাওরা’। রণবীর ও আলিয়াকে ফের একত্রে দেখা যাবে ‘ব্রহ্মাস্ত্র ২’-তে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here