লন্ডনের রাস্তায় চুমুতে মত্ত নিক-প্রিয়াঙ্কা, ‘হট পেরেন্টস’ মন্তব্য নেটিজেনদের
কিছু কাপল থাকে যাঁরা বরাবর সবার সামনে একটা আদর্শ সুখী দম্পতির ছবি তুলে ধরেন। তাঁদের একজন হলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং তাঁর বেটার হাফ নিক জোনাস। তাঁদের বিয়ের বয়স দেখতে দেখতে বেশ কয়েক বছর হয়ে গিয়েছে। কিন্তু হলে কী হবে এখনও তাঁদের হানিমুন পিরিয়ড ফুরায়নি। দুজনায় দুজন মত্ত থাকেন এখনও। এই তো আবারও লন্ডনের পথে তাঁদের রোম্যান্টিক মুডে দেখা গেল। আর সেখানেই তাঁরা লিপ লক করতে দেখা যায়। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা ঝুঁকে পড়ে নিককে চুমু খাচ্ছেন। তাঁদের সেই ছবি নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ নেই। এখানে অভিনেত্রীর পরনে একটি গোলাপি রঙের পোশাক দেখা যায়। অন্যদিকে নিকের পরনে ছিল একটি কালো রঙের পোশাক।
ভক্তরা তাঁদের এই ছবিতে ভালোবাসা ভরিয়ে দিয়েছেন। এক ইনস্টাগ্রামবাসী এই পোস্টে লেখেন, ‘খুব সুন্দর। ইস আমি যদি পারতাম তাহলে আমি জানলার কাচটা সরিয়ে এই প্যাশনেট কিসটা দেখতাম।’ আরেক ব্যক্তি লেখেন, ‘হট প্যারেন্টস স্মুচ করছে।’ কিছুদিন আগেই মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসকে নিয়ে নিক এবং প্রিয়াঙ্কা ভারতে এসেছিলেন। তাঁরা দুজনই জুটি বেঁধে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে হাজির ছিলেন।
ভারতে এসে প্রিয়াঙ্কা তাঁর আগামী কাজ সিটাডেলের প্রচার সারেন। এখানেই অভিনেত্রী জানান কিসের উপর ভিত্তি করে তিনি তাঁর কাজ বাছেন। এবং একই সঙ্গে জানান এটা সময়ের সঙ্গে সঙ্গে বদলায়। তিনি এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যাঁদের পছন্দ করি না তাঁদের সঙ্গে আমি আর কাজ করি না। এটা আমার জন্য নন নেগোশিয়েবল। আমি এটা বহুদিন ধরেই করে আসছি। আমি কাজে যেতে ভালোবাসি, কাজ থেকে অনুপ্রেরণা পাই। আর এটা এখন নন নেগোশিয়েবল হয়ে গিয়েছে।’
শুধু তাই নয়, এই সময়ে তিনি ভারতে এসে জানান কীভাবে তাঁকে বলিউডে এক ঘরে করা হয়েছিল। আগামীতে তাঁকে লাভ এগেইন, হেডস অব দ্য স্টেট, ইত্যাদি কাজেও দেখা যেতে চলেছে।
For all the latest entertainment News Click Here