লতা মঙ্গেশকরের জায়গা নেওয়ার সৌভাগ্য হয়েছিল পামেলার, ‘জীবনের সেরা দিন’ যশ ঘরণীর
গত বৃহস্পতিবার না ফেরার দেশে চলে গিয়েছেন পামেলা চোপড়া। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যশ রাজ ফিল্মসের অবদান ভোলার নয়, আর এই প্রযোজনা সংস্থাকে তিলে তিলে গড়ে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন যশ চোপড়ার সহধর্মিণী পামেলা চোপড়া। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১৫ দিন ধরে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন পামেলা চোপড়া, বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি মুখোপাধ্যায়ের শাশুড়িমা।
বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন পামেলা চোপড়া। যশ চোপড়ার সাফল্যের নেপথ্যের কারিগর হওয়ার পাশাপাশি পামেলা চোপড়া ছিলেন সুগায়িকা, চিত্রনাট্যকার, লেখিকা এবং পোশাক সজ্জা শিল্পী। যশ চোপড়া পরিচালিত বহু ছবিতে হিট গান গেয়েছেন পামেলা, এছাড়াও স্ক্রিনরাইটারের ভূমিকাও পালন করেছেন সাফল্য়ের সঙ্গে। দুই ছেলে আদিত্য ও উদয়কে মানুষ করবার পাশাপাশি কর্মক্ষেত্রে স্বামীর পাশে দাঁড়িয়েছেন সবসময়। তাঁর সেই কর্মময় জীবনের টুকরো ঝলক প্রকাশ্যে আনল যশ রাজ ফিল্মস। টুইটারে পামেলা চোপড়ার বেশ কিছু অন-ক্যামেরা মুহূর্তের ঝলকের কোলাজের পাশাপাশি তাঁর পুরোনো সাক্ষাৎকারের টুকরো ঝলক উঠে এসেছে এই ভিডিয়োয়। রয়েছে তাঁর গাওয়া গানের অংশও।
ভিডিয়োর বিবরণীতে যশ রাজ ফিল্মসের তরফে লেখা হয়েছে, ‘আমাদের তরফ থেকে মিসেস পামেলা যশ চোপড়ার প্রতি হৃদয় নিংড়ানো শ্রদ্ধার্ঘ্য। তাঁর স্মৃতি হামেশা আমাদের সঙ্গে থাকবে, যব তক হ্য়ায় জান’।
এই ভিডিয়োয় পামেলা চোপড়া নিজের মুখে স্মরণ করে নিয়েছেন তাঁর জীবনের সেরা এক মুহূর্তের। লতা মঙ্গেশকরের জায়গা নেওয়ার সুযোগ হয়েছিল গায়িকা পামেলার, সেটা তাঁর কাছে সবচেয়ে বড় পাওয়া জানান তিনি। যশ চোপড়া ঘরণী বলেন, ‘আমি লতাজির হয়ে ডাবিং করছিলাম। আমি গানটি রেকর্ড করতাম, পরবর্তীতে উনি সেটি গাইতেন। তবে আমার খুশির ঠিকানা ছিল না, যখন সঙ্গীত পরিচালক জুটি যতীন-ললিত আমাকে বলেন, ‘আপনি অসাধারণ গেয়েছেন। আমরা এই গান আর ডাবিং করাবো না।’ আমি ভাষায় প্রকাশ করতে পারব না সেই মুহূর্তের অনুভূতিটা কী ছিল’।’ কোন গানের কথা তা স্পষ্ট না করলেও খুব সম্ভবত দিলওয়ালে দুলহানিয়া লেযাঙ্গে-র ‘ঘর আজা পরদেশি’ গানের কথাই বলছিলেন প্রয়াত গায়িকা।
ছেলের পরিচালনায় তৈরি প্রথম ছবিতে গায়িকা হিসাবে নিজের ছাপ রেখেছিলেন পামেলা। এছাড়াও ‘মেরি বননো কি আয়েগি বারাত’ (আয়না), ‘মেয় শ্বশুরাল নেহি যাউঙ্গি’ (চাঁদনি), ‘মেরি মা নে লাগা দিয়া’ (ডর)-এর মতো অসংখ্য হিট গানের পিছনে রয়েছে পামেলা চোপড়ার কন্ঠ।
শুধু গায়িকা নন, ‘যশরাজ ফিল্মস’-এর ছবির চিত্রনাট্য লেখার কাজ থেকে পোশাক পরিকল্পনা–সবকিছুর তদারকিতে থাকলেন প্যাম। বহু ছবির সহ-প্রযোজকের ভূমিকাও পালন করেছেন তিনি। অনেকেই জানে না, ‘কভি কভি’ (১৯৭৬) ছবির কাহিনি পামেলা চোপড়ার লেখা, শাহরুখ-মাধুরীর ‘দিল তো পাগল হ্যায়’-এর চিত্রনাট্যও আদিত্য চোপড়ার সঙ্গে লিখেছিলেন পামেলা।
এই বছরই নেটফ্লিক্সের তথ্যচিত্র ‘দ্য রোম্যান্টিকস্’-এ দেখা মিলেছিল পামেলা চোপড়ার। যশ চোপড়ার ফিল্মমেকিং-এর খুঁটিনাটি নিয়ে কত অজানা তথ্য সামনে এনেছেন তিনি। ২০১২ সালের অক্টোবরে প্রয়াত হয়েছিলেন যশ চোপড়া। এবার চলে গেলেন তাঁর সহধর্মিণী। রেখে গেলেন দুই পুত্র আদিত্য ও উদয় চোপড়াকে।
For all the latest entertainment News Click Here