লড়াইয়ে আমিও সঙ্গে আছি- কুস্তি সংস্থার বিরুদ্ধে দঙ্গলে নামলেন ববিতা ফোগাট
ভারতের একাধিক প্রবীণ কুস্তিগীর এখন দেশের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করছেন। ভারতীয় রেসলারদের দাবি, রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়াতে পরিবর্তন আনা উচিত। এর পাশাপাশি, কুস্তিগীরদের অভিযোগ যে ভারতীয় রেসলিং ফেডারেশন তাদের বিরক্ত করছে। যারা ফেডারেশনের অংশ তাদের এই খেলা সম্পর্কে কোনও ধারণা নেই। এর মাঝেই ভারতীয় রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট। ভিনেশের অভিযোগ, রেসলিং অ্যাসোসিয়েশনের সভাপতি একাধিক মহিলা খেলোয়াড়কে যৌন হেনস্থা করেছেন। তবে ব্রিজভূষণ শরণ সিং সব অভিযোগগুলিকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। ব্রিজভূষণ শরণ সিং বলেছেন তিনি দোষী প্রমাণিত হলে তাঁকে ফাঁসি দেওয়া হোক। এদিকে ববিতা ফোগাটও কুস্তিগীরদের সমর্থনে নেমে পড়েছেন। যদিও বর্তমানে ববিতা হলেন একজন বিজেপি সাংসদ।
আরও পড়ুন…. এটা কী করে আউট হয়? স্বামীর জন্য সোশ্যাল মিডিয়ায় আম্পায়ারের বিরুদ্ধে হার্দিকের স্ত্রী
দঙ্গল গার্ল এবং বিজেপি নেত্রী ববিতা ফোগাটও গভীর রাতে দিল্লি পৌঁছেছেন। ববিতা তাদের লড়াইয়ে খেলোয়াড়দের সমর্থন করার বিষয়ে টুইট করেছেন। তিনি সরকারের প্রতি আস্থা প্রকাশ করে বলেছেন, ‘খেলোয়াড়দের প্রতি ন্যায়বিচার করা হবে।’ ববিতা ফোগাট বলেন, ‘সরকারের প্রতি আমার পূর্ণ আস্থা আছে যে দেশের ক্রীড়াবিদরা যারা বিশ্বে দেশের মর্যাদা বাড়িয়েছেন তাদের প্রতি সরকার ন্যায়বিচার করবে।’ ভিনেশ ফোগাটের আত্মীয়রাও বালালি গ্রাম থেকে দিল্লি চলে এসেছেন। ভিনেশ ফোগাটের ভাই হরবিন্দ্র ফোনে এই তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন…. ভিডিয়ো: শার্দুলের ইয়র্কারে আউট ব্রেসওয়েল, নেপথ্যে কোহলির বুদ্ধি
দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত মহাবীর পেহলওয়ান, দঙ্গল মেয়ে এবং বিজেপি নেত্রী ববিতার বাবা এবং ভিনেশ ফোগাটের ভাই হরবিন্দ্র ফোগাট কুস্তিগীরদের সমর্থন করতে দিল্লি চলে এসেছেন। এ সময় মহাবীর ফোগাট ও হরবিন্দ্র ফোনে জানান, মহিলা কুস্তিগীরদের সঙ্গে রেসলিং ফেডারেশনের সভাপতির যৌন শোষণ নিন্দনীয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ছাড়াও মহিলা কুস্তিগীর এবং তাদের পরিবারের সদস্যদের এই বিষয়ে অবহিত করা হয়েছিল। পুরো বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। স্বজনদের মতে, প্রয়োজনে খেলোয়াড়দের সমর্থনে যন্তর মন্তরেও আসতে পারেন ববিতা ফোগাট।
ভারতীয় কুস্তিগীর এবং অলিম্পিয়ান বজরং পুনিয়া অভিযোগ করেছিলেন যে একজন খেলোয়াড় দেশের জন্য পদক পেতে কঠোর পরিশ্রম করে, কিন্তু ফেডারেশন আমাদের হতাশ করা ছাড়া আর কিছুই করেনি। স্বেচ্ছাচারী নিয়ম-নীতি চাপিয়ে ক্রীড়াবিদদের হয়রানি করা হচ্ছে। ফেডারেশনের কাজ হল খেলোয়াড়দের সমর্থন করা, তাদের খেলাধুলার প্রয়োজনের যত্ন নেওয়া। কোনও সমস্যা থাকলে তা সমাধান করতে হবে। কিন্তু ফেডারেশন নিজেই সমস্যা তৈরি করলে কী করবেন? এখন আমাদের লড়াই করতে হবে, আমরা পিছপা হব না।
মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট বলেছেন, ‘একজন ক্রীড়াবিদ আত্মসম্মান চান এবং অলিম্পিক এবং বড় গেমগুলির জন্য সম্পূর্ণ উৎসর্গের সঙ্গে প্রস্তুত হন, তবে ফেডারেশন তাঁকে সমর্থন না করলে মনোবল ভেঙে যায়। কিন্তু এখন আমরা মাথা নত করব না, আমাদের অধিকারের জন্য লড়াই করব।’ অন্যদিকে, সাক্ষী মালিক বলেছিলেন, ‘খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করে এবং দেশের জন্য পদক জেতে, কিন্তু ফেডারেশন আমাদের হতাশ করা ছাড়া কিছুই করেনি। স্বেচ্ছাচারী নিয়ম-নীতি চাপিয়ে ক্রীড়াবিদদের হয়রানি করা হচ্ছে।’
এই বিষয়টি বিবেচনায় নিয়ে, ক্রীড়া মন্ত্রক ১৮ জানুয়ারি থেকে লখনউতে শুরু হওয়া মহিলাদের জাতীয় কুস্তি কোচিং ক্যাম্প বাতিল করেছে। ক্রীড়া মন্ত্রক, ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, লখনউ-এর পরিচালককে নির্দেশ দিয়েছে যে মহিলা কুস্তিগীররা ইতিমধ্যেই শিবিরের জন্য সেখানে পৌঁছেছে, তারা শিবিরে না থাকা পর্যন্ত তাদের সমস্ত সুবিধা প্রদান করতে হবে। পাশাপাশি রেসলিং অ্যাসোসিয়েশনের কাছে ৭২ ঘণ্টার মধ্যে কুস্তিগীরদের অভিযোগের জবাব চাওয়া হয়েছে।
For all the latest Sports News Click Here