লজ্জা পাবেন ভাইজানও! বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘দ্য কেরালা স্টোরি’,৩ দিনে আয় কত?
বক্স অফিসে দুর্বার গতিতে এগিয়ে চলেছে ‘দ্য কেরালা স্টোরি’। গত কয়েকদিন ধরে চর্চার অন্ত নেই বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের এই ছবি ঘিরে। তামিলনাড়ুর হল থেকে সরিয়ে দেওয়া হয়েছে ধর্মান্তকরণের এই কাহিনি। কিন্তু দক্ষিণের এই রাজ্যে ছবির স্ক্রিনিং বন্ধ হওয়া সত্ত্বেও রবিবার, ছবি মুক্তির তৃতীয় দিন এক লাফে প্রায় ৪৩% বেড়েছে ছবির কালেকশন।
বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে মাত্র তিন দিনে দেশ জুড়ে ৩৫ কোটি টাকার ব্যবসা হাঁকালো এই ছবি। রবিবার বক্স অফিসে ১৬ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’, যা সত্যিই প্রশংসনীয়। সেইভাবে কোনওরকম স্টার-পাওয়ার জড়িয়ে নেই এই ছবির সঙ্গে। আদা শর্মা ছাড়া বাকি একবারেই অপরিচিত মুখ, তবে এই ছবি ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে তা বিরল। ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পর ফের একবার বিতর্কে ভর দিয়েই বক্স অফিসে ছক্কা হাঁকাচ্ছে কোনও ছবি।
সলমন খানের মতো সুপারস্টারের নাম ভাঙিয়েও বক্স অফিসে কামাল করে দেখাতে পারেনি ‘কিসি কা ভাই, কিসি কি জান’, সে জায়গায় উলটো পথের পথিক ‘দ্য কেরালা স্টোরি’। প্রথম দিন বক্স অফিসে ৮.০৩ কোটির ব্যবসা করেছিল এই ছবি, শনিবার আয় প্রায় ৪০% বেড়ে দাঁড়ায় ১১.২২ কোটি। রবিবার ছুটির দিনে দু হাতে লক্ষ্মীলাভ করলেন ছবির প্রযোজক বিপুল শাহ।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইটারে জানান, ‘দ্য কেরালা স্টোরি অপ্রতিরোধ্য এবং অটল… অসাধারণ আয় দ্বিতীয় ও তৃতীয় দিনে, ইতিমধ্যেই এই ছবি সুপার-হিট…আইপিএলের মরসুম, সঙ্গে হলিউড ছবি গার্ডিয়ান অফ গ্যালাক্সি ভলিউম ১৩, তবুও রোখা গেল না…’।
দর্শকদের পাশাপাশি সমালোচকদের সঙ্গে কমবেশি ভালো সাড়া পেয়েছে এই ছবি। ছবির ট্রেলারে দাবি করা হয়েছিল কেরল থেকে ৩২ হাজার মহিলাকে গায়েব করা হয়েছে, ছলে-বলে-কৌশলে তাঁদের ইসলাম গ্রহণে বাধ্য করা হয়েছে এবং সন্ত্রাসবাদী সংগঠন আইসিসের অত্যাচারের শিকার সেইসব মহিলারা। সেই নিয়ে কম বিতর্ক দানা বাঁধেনি। পরে নির্মাতারা ৩২ হাজার সংখ্যাটি ছবি থেকে সরিয়ে দেন। ট্রেলারটিও সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলা হয়নি। তাতেও বিতর্কের আঁচ কমেনি।
এই ছবিকে ‘ইসলাম বিরোধী’, ‘প্রোপাগান্ডা’ ছবি বলে বিঁধতে ছাড়েনি বাম-কংগ্রেসের মতো রাজনৈতিক দল। অথচ বিজেপি-সহ গেরুয়া শিবির এই ছবির সমর্থনে আওয়াজ তুলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়, এই ছবি সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর তুলেছে। এই ছবিকে ‘ইসলামোফোবিক’ আখ্যা দিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনেকেই। তবুও আটকানো যায়নি ‘দ্য কেরালা স্টোরি’র মুক্তি।
শুক্রবার কেরল হাইকোর্ট ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করতে অস্বীকার করে জানায়, কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য অবমানাকর কোনওকিছুই ছবির ট্রেলারে অন্তত উঠে আসেনি। আল্লাহই একমাত্র উপাস্য় এমনটা তুলে ধরা অপরাধ নয়। এই দেশে প্রত্যেক নাগরিকের নিজ ধর্ম মেনে চলা এবং তা ছড়িয়ে দেওয়ার অধিকার রয়েছে। সেটা আপত্তিজনক কেন? আদালত আরও জানায়, ‘অসংখ্য় ছবিতে তো হিন্দু সন্ন্যাসীদের ধর্ষক হিসাবে তুলে ধরা হয়, তার বেলায়? হঠাৎ করে এখন এত সমস্যা কেন?’
For all the latest entertainment News Click Here