লজ্জা নেই আপনাদের- আহত পন্তের ছবি প্রকাশ করা নিয়ে মিডিয়াকে কোপ রোহিতের স্ত্রীর
দিল্লি থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত। গুরুতর আহত হওয়ায় তাঁকে ভর্তি করা হয় দেরাদুনের একটি হাসপাতালে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলে জানানো হয়েছে হাসপাতালের পক্ষ থেকে। তিনি কথাও বলতে পারছেন বলে জানা গিয়িছে। শুক্রবার সকালে পন্তের দুর্ঘটনার খবর সম্প্রচার হয় গোটা দেশে। তবে সবচেয়ে বড় ঘটনা ঘটে একটি ভিডিওকে কেন্দ্র করে।
আরও পড়ুন: মস্তিস্ক এবং মেরুদণ্ডের MRI রিপোর্ট স্বস্তি দেবে পন্তকে
সেই ভিডিওতে দেখা যাচ্ছে পন্তের দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি দাউ দাউ করে জ্বলছে। এবং তার পাশে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছেন পন্ত। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। শুধু তাই নয়, বিভিন্ন সংবাদ মাধ্যমে গ্রাফিক্সের মাধ্যমে ঘটনাটি তুলে ধরা হয়। আর তা দেখে বেজায় চটেছেন রোহিত শর্মার স্ত্রী রিতীকা সাজদে।তিনি ক্ষোeভ প্রকাশ করে বলেছেন, ‘আপনাদের লজ্জা হওয়া উচিত। দুর্ঘটনাকে এইভাবে আপনারা উপস্থাপন করছেন। যা একেবারেই ঠিক নয়। যে সব সংবাদ মাধ্যম এইসব দুর্ঘটনার বিভিন্ন ভিডিও ও গ্রাফিক্স দেখাচ্ছেন তাদের লজ্জা হওয়া উচিত। আহত ব্যক্তি কি করবেন তা বুঝতে পারছেন না সেই ভিডিও আপনারা প্রকাশ করছেন। ঋষভের পরিবার ও বন্ধুরা আছে যারা এই ভিডিও এবং গ্রাফিক্স দেখছে তারা আরও মর্মাহত হবে। এই সব দেখানো উচিত নয়।’
আরও পড়ুন: রক্তে মুখ ভেসে যাচ্ছিল, জামাকাপড় ছেঁড়া- পন্তকে উদ্ধারকারী জানালেন আসল ঘটনা
দুর্ঘটনার সময় পন্ত নিজেই গাড়ি চালাচ্ছিলেন বলে জানিয়েছে। গাড়ি চালানোর সময় হঠাৎ ঘুমে তাঁর চোখ বুঝে আসে। তখন গাড়ির নিয়ন্ত্রণ সামলাতে না পেরে ডিভাইডারে ধাক্কা মারেন পন্ত। এক ট্রাক ড্রাইভারের সাহায্যে তিনি বেরিয়ে আসেন গাড়ি থেকে।আহত হওয়ায় বিভিন্ন জায়গায় থেকে রক্তপাত শুরু হয়। স্বাভাবিকভাবেই ছিড়ে গিয়েছিল জামাকাপড়। কপাল ফেটে রক্ত পড়তে দেখা যায়।
তাঁর এই অবস্থার ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি নেট মাধ্যমে। বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর সম্প্রচারিত হয়। কিছু চ্যানেলে তা বিস্তারিতভাবে দেখানো হয়। ভারতীয় দলের এই ক্রিকেটার আহত হওয়ার পর টুইটের মাধ্যমে পাশে দাঁড়িয়েছেন সতীর্থরা। এমনকি বিসিসিআইও সব রকম সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে। ঋষভ পন্তের সুস্থতা কামনা করি টুইট করেছেন প্রধানমন্ত্রীও। প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো ঋষভ।’
For all the latest Sports News Click Here