‘লজ্জাজনক তিনি নিজে..’,ভাইরাল ওড়নার দৃশ্য মন্তব্যে কাম্যাকে একহাত নিলেন সঙ্গীতা
টিভি সিরিয়াল ‘স্বরণ ঘর’-এর একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। নেটদুনিয়া জুড়ে ওই দৃশ্য নিয়ে প্রচুর চর্চাও চলছে। অনেকেরই মন্তব্য, এই দৃশ্যের সঙ্গে যুক্তির দূর-দূরান্ত পর্যন্ত কোনও সম্পর্ক নেই। এই দৃশ্যে প্রতিক্রিয়া জানিয়ে নেটমাধ্য়মে একটি পোস্ট করেছিলেন কাম্যা পঞ্জাবি।
দৃশ্যে অভিনয় করেছেন অভিনেত্রী সঙ্গীতা ঘোষ। তিনি কাম্যার পোস্টের পালটা উত্তর দিতে ভোলেননি। কাম্যার পোস্টটি শেয়ার করে তিনি বলেছেন, এটি লজ্জাজনক। নিজেরাই এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তারা আবার এর সমালোচনা করছেন।
সঙ্গীতা কাম্যার উপর রেগে যান
ভাইরাল হওয়া দৃশ্যে, সঙ্গীতার গলায় একটি ওড়না রয়েছে যার এক প্রান্ত রুমে রাখা ফ্যানে আটকে যায়। দৃশ্যে দেখা গিয়েছে সঙ্গীতার গলায় ফাঁস লেগে দমবন্ধ হয়ে গিয়েছে, কিন্তু ওড়নার অপর প্রান্ত আলগা। ভাইরাল ক্লিপটি শেয়ার করে কাম্যা লিখেছেন, ‘এই কারণেই কিছু দুর্দান্ত অভিনেতা থাকা সত্ত্বেও ওয়েব এবং চলচ্চিত্রের তুলনায় টিভিকে অবজ্ঞা করা হয়।’
টিভি অন্য কোনও মাধ্যমের তুলনায় কম নয়
কাম্যার জবাবে সঙ্গীতা বলেন, ‘লজ্জাজনক যে নিজে এই ইন্ডাস্ট্রিতে কাজ করে, সে এমন কথা বলছে। টিভি শো করেন তিনি নিজেই এই ইন্ডাস্ট্রিতে আছেন, তিনি এই ইন্ডাস্ট্রি কী বোঝেন, ফিল্ম আর ওটিটি নিয়ে কী বলবেন।’ আরও বলেন, ‘টিভি শো কখনও ছোট করা হয় না এবং কখনও ছোট করাও উচিত নয়। ফিল্ম হোক বা ওটিটি, সব কিছুতেই নাটক হয়। তিনটি জিনিসই আছে দর্শকদের বিনোদন দেওয়ার জন্য এবং কী লজ্জার বিষয় যে যিনি নিজে টিভিতে আছেন, তিনি তা ছোট করছেন।’
পরের বার সবাই সাবধানে থাকবেন
সঙ্গীতা একটি নোট শেয়ার করে বলেছেন, ‘আমি মনে করি যখন আপনার শ্রোতারা আপনাকে এত ভালবাসা এবং প্রশংসা করে তাদেরও সমালোচনা করার অধিকার রয়েছে। আমি সেটে সবাইকে বলেছিলাম যে অন্তত আমরা ভাইরাল হয়েছি। আমরা জীবনে এবং শো-তেও ভুল করি। এগিয়ে যেতে হবে। ফলাফল যেভাবে পরিকল্পনা করা হয়েছিল সেভাবে পরিণত হয়নি। দল ইতিমধ্যে বুঝতে পেরেছে কোথায় ভুল হয়েছে এবং অভিনেতা হিসাবে আমাদের শেষ কথা নেই তবে আমি মনে করি পরের বার সবাই আরও সতর্ক থাকবে।’
For all the latest entertainment News Click Here