লঙ্কার বোলারদের চোখে চোখ রেখে আইরিশদের তাণ্ডব,প্রথম দিনের শেষে ৩০০ পার লোরকানদের
৩ উইকেটে ৮৯ থেকে প্রথম দিনের শেষে আয়ারল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৩১৯। অ্যান্ডি বালবির্নির ৯৫ রানের সৌজন্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে আয়ারল্যান্ড শক্ত ভিতের উপর দাঁড়িয়ে রয়েছে।
চতুর্থ উইকেটে বলবির্নি এবং পল স্টার্লিংয়ের ১১৫ রানের পার্টনারশিপই আইরিশদের লড়াইয়ের ভিত্তি তৈরি করে দেয়। লাঞ্চের পরে এই জুটিই শ্রীলঙ্কার স্পিনারদের একবারে নাস্তানাবুদ করে। এপ্রিলের গরমে বেশ চাপেই পড়ে গিয়েছিলেন স্টার্লিং। তাঁর ক্রাম্প হয়ে যাওয়ায় রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরতে হয় স্টার্লিংকে। তা না হলে এই পার্টনারশিপ হয়তো আরও বাড়ত। প্যাভিলিয়নে ফেরার আগে স্টার্লিংয়ের স্কোর ছিল ১৩৩ বলে ৭৪ রান।
আরও পড়ুন: শার্দুলকে কেন খেলানো হচ্ছে না, বোঝার বাইরে- KKR-এর প্ল্যানিং নিয়ে প্রশ্ন তুললেন ভাজ্জি
এ দিকে অ্যান্ডি বালবির্নি ৫ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন। ১৬৩ বলে ৯৫ করে তিনি সাজঘরে ফেরেন। তবে লোরকান টাকার ছয়ে নেমে লড়াই চালাচ্ছেন। লোরকান টাকার, যিনি এই মাসের শুরুতে মিরপুরে সেঞ্চুরি করেছিলেন, তিনি ১০২ বলে অপরাজিত ৭৮ রান করে ফেলেছেন। কার্টিস ক্যাম্ফার আবার ৬৪ বলে অপরাজিত ২৭ করে লোরকানকে যোগ্য সঙ্গত করছেন। এই জুটি ৮৭ রানের পার্টনারশিপ করে ফেলেছে। পঞ্চম উইকেটে এই পার্টনারশিপ আইরিশদের জন্য রেকর্ড।
আরও পড়ুন: সিরাজ ক্ষমা চাইলেন অভব্যতার জন্য, লোমরোর মুখে শাহরুখের বুলি!
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল আয়ারল্যান্ড। জেমস ম্যাকালাম (১০), পিটার মুর (৫), হ্যারি টেক্টর (১৮) দ্রুত সাজঘরে ফিরে যান। তখন বালবির্নি এবং পল স্টার্লিং মিলে অক্সিজেন দেয় আয়ারল্যান্ডের ইনিংসকে। পরে লোরকান টাকার দলের হাল ধরেন।
এ দিকে প্রভাত জয়সুরিয়া আবার শ্রীলঙ্কার বোলারদের মধ্যে ভয়ঙ্কর ছিলেন। তিনি ৩২ ওভারে ৯৫ রানে ২ উইকেট নেন। এ ছাড়া রমেশ মেন্ডিস এবং আসিথা ফার্নান্দো ১টি করে উইকেট নেন। তবে শ্রীলঙ্কা যদি মঙ্গলবার শুরুতেই আয়ারল্যান্ডের উইকেট ফেলতে না পারে, তবে চাপে পড়ে যাবে।
For all the latest Sports News Click Here