লঙ্কার বিরুদ্ধে একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা অজিদের, দলে ফিরলেন ওয়ার্নার, স্মিথ
শ্রীলঙ্কার বিরুদ্ধে মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়া। তার একদিন আগেই নিজেদের প্রথম একাদশ ঘোষণা করে দিল অজিরা। সাধারণ টিম ঘোষণা করা হয় ম্যাচের আগে। কিন্তু আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া সেই কাজটি একদিন আগেই করে ফেলল। বিশ্বকাপ জয়ী দল প্রত্যাশা মতোই তিন জন পেসার মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন এবং জোস হ্যাডেলউডকে দলে রেখেছে। দলে ফিরেছেন ডেভিড ওয়ার্নার,
প্রথম বারের মতো বাবা হতে চলা লেগ স্পিনার অ্যাডাম জাম্পা স্কোয়াডেই নেই। আর পেসার প্যাট কামিন্সকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন অ্যাশটন অ্যাগার এবং কেন রিচার্ডসন।
ফিঞ্চ বলেছেন, নির্বাচকরা দ্বিতীয় স্পিনার হিসেবে মিচেল সুইপসন আর অ্যাগারকে খেলানোর কথা প্রথমে ভেবেছিল। তবে শ্রীলঙ্কায় বৃষ্টির কারণে ভেজা-মরশুম হওয়ায় চিন্তাভাবনার পরিবর্তন করতে হয়। অজিরা শুষ্ক আবহাওয়ায় অভ্যস্ত হয়ে উঠেছে।
ফিঞ্চ সোমবার সাংবাদিকদের বলেন, ‘সেখানে একটা সম্ভাবনা ছিল (দুই স্পিনার খেলার) কিন্তু গত কয়েক দিনের পরিস্থিতি দেখে পরিকল্পনা বদলানো হয়। প্রচুর বৃষ্টি হয়েছে। আউটফিল্ড বেশ ভারী। বেশ সবুজ। তাই অন্য পরিকল্পনা নিতে হয়।’
তিনি যোগ করেছেন, ‘কিছুটা স্পিন হবে বলে আশা করা হচ্ছে। তবে এটি একটি জটিল ধরণের স্পিন হতে পারে। আবহাওয়া ভেজা। মাঠ শুকনো নয়। এখানে প্রচুর পরিমাণে ক্রিকেট হয়নি এবং এটি বৃষ্টির মরশুম হওয়ায়, উইকেটগুলি যতটা প্রয়োজন, তার চেয়ে অনেক বেশি কভার হয়ে রয়েছে।’
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টির জন্য অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন এবং জোস হ্যাজেলউড।
For all the latest Sports News Click Here